|
ফলো করুন |
|
|---|---|
বিজয়ের সূর্যটা রক্তিম আভায় ছড়ানো
স্বাধীনতায় যেন এক মুক্ত বিহঙ্গ!
এক ঠোঁটে হাসা যায় না সত্য-
কেন দুই ঠোঁটে হাসি না স্বচ্ছ?
বিজয়ের সূর্যটা ওঠে প্রবল প্রত্যয়ে,
তবু থমকে দাঁড়াতে হয় মাঝে মাঝে
হাত বাড়াই-মরীচিকার দিকে!
তবু ফাল্গুনে বা চৈত্রে স্বপ্ন হবে পূর্ণ।
বিজয়ের এই দিনে তবু স্বপ্ন বুনি।
শ্যামলী, ঢাকা
