|
ফলো করুন |
|
|---|---|
পিঞ্জর-ভাঙা পাখিরা এখন
অসীম আকাশে উড়ে বেড়ায়
বিস্তীর্ণ দিগন্তে ডানা মেলে
তেরশত নদীর বুকে
ডুব সাঁতার কাটে নিত্যদিন
মুক্ত হাওয়ায় প্রাণখুলে ডাকে
মনের সুখে গায়
ভোরবিহানে জাগে
সারাবেলা স্বপ্ন বুনে
প্রশান্তির বুকে পাখা মেলে
সন্ধ্যা-রাতে মাথা গুঁজে
এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে।
গৌরীপুর, ময়মনসিংহ
