স্বজন মুক্তপদ্য
বিজয় দিবস
জাহাঙ্গীর চৌধুরী
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আয়রে ছেলে আয়রে মেয়ে
স্মৃতিসৌধে যাই,
আজ আমাদের বিজয় দিবস
বিজয়ের গান গাই।
কেমন করে স্বাধীন হলাম
গানে শুনতে পাই,
তিরিশ লক্ষ প্রাণ নিয়েছে
ঘর করেছে ছাই।
মা-বোনদের কষ্টের কথা
শুনলে ওরে ভাই,
ইচ্ছা করে হায়েনার শোণ
আমরা চুষে খাই।
বহু সংগ্রাম আর ত্যাগের পর
এসেছে এ জয়,
আমরা এখন স্বাধীন জাতি
নেই যে কোনো ভয়।
বনশ্রী, ঢাকা
