Logo
Logo
×

স্বজন সমাবেশ

স্বজন সংবাদ

মীরসরাইয়ে ছড়ার আসর

Icon

মাহবুব পলাশ

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোমলমতি শিশুদের মায়াভরা নির্মল কণ্ঠে ‘আতা গাছে তোতা পাখি’, ‘আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া’, ‘মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি’, ‘আমার বাড়ি যাইও বন্ধু বসতে দেব পিড়ে’ শুনে সত্যিই বিমোহিত উপস্থিত সবাই। পল্লীকবি জসিমউদ্দীন, জীবনানন্দ দাস, সুফিয়া কামাল, সত্যেন্দনাথ দত্তসহ কিংবদন্তি কবিদের হরেক রকম কবিতা আর দেশের গানে অনন্য সৃষ্টির স্বাদে জমে ওঠে মীরসরাইয়ের রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের ছড়ার উঠোন। মীরসরাই উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে ৬ ডিসেম্বর বিকাল ৩টা থেকে শুরু হয় শিশু-কিশোরদের জন্য আয়োজিত দ্বিতীয় ছড়ার আসর। যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে ও তানজিল আরা তানজুর সঞ্চালনায় ছড়ার আসরে প্রধান অতিথি ছিলেন কবি, লেখক ও সংগীত শিল্পী প্রফেসর আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের প্রশাসনিক কর্মকর্তা চৌধুরী বোরহান উদ্দিন, কবি ও লেখক তাছলিমা চৌধুরী সুরভী, পাঠাগারের নিয়মিত পাঠক প্রিন্স নাথ ও অর্ণব চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান ও রশিদুল হাসান। অনুষ্ঠানে ছড়া পাঠ করে শোনায় যথাক্রমে নীরুপনা, আইভি মজুমদার, লুবান, সুহান, তাহিয়া, অর্ক, অনুপমা, বহ্রি সেন, সৃষ্টি রানী নাথ, পৃথিকা রাণী দেবী, তানহা, আরাফ, দীপ্ত, রায়হান, অবির, আহির ও আলীফা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর আক্তারুজ্জামান শিশু-কিশোরদের জন্য এমন আয়োজন অবশ্যই শিক্ষণীয় ও তাদের আগামীদিনের জন্য সৃজনশীল মাইলফলক বলে আখ্যায়িত করেন। তিনি তার বক্তব্য শেষে গেয়ে শোনান ‘পদ্ম পাতার পানি নয় দিন যাপনের গ্লানি নয়’, ‘আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে’ গান দুটি। শিল্পী মিনা গেয়ে শোনান ‘পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই’ গানটি। রশিদুল হাসান গেয়ে শোনান ‘লাজুক লাজুক চোখে চায় আকাশ পড়েছে নীল সাজ’ গানটি। সবশেষে অনুষ্ঠানের সভাপতি মাহবুব পলাশ আবৃত্তি করে শোনান পল্লীকবি জসীমউদ্দীনের ছড়া-কবিতা। মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম