গৌরীপুরে বিজয়ের মাসে পতাকা মিছিল
মো. রইছ উদ্দিন
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ১ ডিসেম্বর বিজয় মাসের পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পতাকা মিছিল শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. মহসিন মিয়া, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ, বেকারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিম উদ্দিন, বাহাদুরপুর ফিরুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা আক্তার লোপা, ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র রবিদাস, বোকাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঋতুশ্রী রায়, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিতি বানু, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
