Logo
Logo
×

স্বজন সমাবেশ

বিজয়ের গল্প শুনলেন পূবাইলের স্বজনরা

Icon

রফিকুল ইসলাম

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় বিজয়ের মাস উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে আবেগঘন এক আলোচনা সভার। ৭ ডিসেম্বর রোববার সকালে পূবাইল বাজারে যুগান্তর স্বজন সমাবেশ পূবাইল শাখার উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিজয়ের গল্প, যুদ্ধদিনের স্মৃতি ও উল্লাসঘন সেই মহান মুহূর্তগুলো শোনার আয়োজন করা হয়।

আলোচনায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের রোমহর্ষক নানা ঘটনা, সম্মুখযুদ্ধের অভিজ্ঞতা, সহযোদ্ধাদের ত্যাগ এবং ১৬ ডিসেম্বরের বিজয়ের অপরিমেয় আনন্দের কথা বর্ণনা করেন। মুক্তিযোদ্ধারা জানান, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর শোনার সঙ্গে সঙ্গে দেশের মানুষ রাস্তায় নেমে আসে। কেউ কাঁদছিলেন, কেউ হাসছিলেন, আর আকাশজুড়ে ছিল বিজয়ের স্লোগান।

বিজয়ের গল্পের পাশাপাশি আক্ষেপের কথাও তুলেছেন মুক্তিযোদ্ধারা। আলোচনার শুরুতেই তারা দুঃখ প্রকাশ করে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের চর্চা ও সম্মান দিতে হবে। জাতীয় দিবস ছাড়া বাকি সময় আমাদের খোঁজখবর রাখার তেমন উদ্যোগ থাকে না। বছরের বিশেষ ইস্যুগুলোতে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা হলেও পরে সেই আগ্রহ আর থাকে না।’ এমন হতাশার কথাও উঠে আসে তাদের মুখে। তরুণ প্রজন্ম যেন নিয়মিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. হালিম ভূইয়া, মো. নুরুজ্জামান, মো. মোজাম্মেল হক, মো. বশিরুল হক, শামসুল আলম, মো. নুরুল ইসলাম, জালাল উদ্দীন, মো. বিল্লাল হোসেন, আলী আকবর ভূইয়া, মো. হারুন আর রশিদ, মো. হাছেন আলী, মো. শাজাহান মিয়া, মনির হোসেন, আব্দুস ছালাম মিয়া, বাচ্চু মিয়া, মো. আমির হোসেন প্রমুখ।

স্বজন সমাবেশের নেতারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মুখে যুদ্ধের বাস্তব ইতিহাস শোনা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বিজয়ের মাসে এমন আয়োজন স্বজনদের পাশাপাশি এলাকাবাসীকেও নতুন প্রজন্মের প্রতি দায়িত্বশীল করে তোলে।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আশরাফুল আলম আইয়ুব, আল-আমিন সরকার, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের পূবাইল শাখার সভাপতি শাহেদ সরকার রাকিব, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রতন মিয়া, কৃষিবিষয়ক সম্পাদক ফেরদৌস মিয়াসহ অন্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে স্বজনরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়ে দেশ ও সমাজের কল্যাণে সামনে তাদের নিয়ে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশ, পূবাইল (গাজীপুর) শাখা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম