Logo
Logo
×

খেলা

গুরু-শিষ্য থেকে দুই স্প্যানিশ এখন প্রবল প্রতিদ্বন্দ্বী

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গুরু-শিষ্য থেকে দুই স্প্যানিশ এখন প্রবল প্রতিদ্বন্দ্বী

ম্যানসিটিতে দীর্ঘদিন পেপ গার্দিওলার সহকারী ছিলেন মিকেল আর্তেতা। গুরু-শিষ্য থেকে দুই স্প্যানিশ এখন প্রবল প্রতিদ্বন্দ্বী। ২০১৯ সালে আর্সেনালের প্রধান কোচ হওয়ার পর আর্তেতাই সবচেয়ে বেশি ভুগিয়েছেন গার্দিওলার ম্যানসিটিকে।

তবে প্রতিদ্বন্দ্বী হওয়ার পরও বিস্ময়করভাবে পরস্পরের কৌশল অনুসরণ করে যাচ্ছেন তারা। দুজনই বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসায় ফুটবল নিয়ে গার্দিওলা ও আর্তেতার দৃষ্টিভঙ্গি মিলে যায়।

আগামীকাল ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে সিটিকে আতিথ্য দেবে আর্সেনাল। মহারণের আগে দুই কোচের একই পথে হাঁটার কিছু নজির দেখে নেওয়া যাক।

শুরুতে গুরু গার্দিওলার পাসিং ফুটবল ও ফলস লাইন কৌশল অনুসরণ করতেন আর্তেতা। পরে আর্তেতাকে দেখে দলে আলাদা সেটপিস কোচ নিয়োগ দেন গার্দিওলা। দীর্ঘদিনের গোলকিপার এদেরসনকে ছেড়ে দিয়ে এবার দোনারুমাকে দলে টেনেছেন গার্দিওলা। এখানেও ভূমিকা আছে আর্তেতার।

বিপরীতে ফলস নাইনে কাজ না হওয়ায় তিন বছর আগে আর্লিং হলান্ডের মতো গোলমেশিন দলে টানেন গার্দিওলা। এবার সুইডিশ গোলমেশিন ভিক্টর গিয়োকেরেসকে আর্সেনালে এনে একই পথে হাঁটেন আর্তেতা।

সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি চোটে পড়ার পর স্পেন জাতীয় দলে তার বিকল্প হিসাবে খেলানো হয় জুবিমেন্দিকে। গার্দিওলার পরামর্শে সেই জুবিমেন্দিকে এবার দলে টেনেছেন আর্তেতা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম