শীর্ষ দশে মোস্তাফিজ, সাইফের বড় লাফ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের চার উইকেটের জয়ে ব্যাটে-বলে আলো ছড়ানো চারজনই বুধবার আইসিসি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে পেলেন সুখবর। ৪৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া সাইফ হাসান টি ২০ ব্যাটারদের ব্যাংকিংয়ে এক লাফে এগিয়েছেন ১৩৩ ধাপ! এই প্রথম সেরা একশতে জায়গা করে নেওয়া সাইফের অবস্থান এখন ৮১ নম্বরে। ওদিকে টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়ে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ছয় ধাপ এগিয়ে আফগান স্পিনার রশিদ খানের সঙ্গে যৌথভাবে নয়ে আছেন এই বাঁ-হাতি পেসার। তবে এটা মোস্তাফিজের ক্যারিয়ারসেরা র্যাংকিং নয়। ২০১৭ সালের এপ্রিলে পাঁচে উঠেছিলেন তিনি।
লংকানদের বিপক্ষে দুই উইকেট নেওয়া স্পিনার মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে উঠেছেন ১৭ নম্বরে। একই ম্যাচে ঝড়ো ফিফটির সুবাদে ব্যাটারদের র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন তাওহিদ হৃদয়। দুই ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এখন ৪০ নম্বরে। আগের মতোই শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন তার সতীর্থ তিলক ভার্মা। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ৩১ ধাপ এগিয়ে আছেন ২৪ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থান চারে উঠেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। তার সতীর্থ হারিস রউফ (২৮) এগিয়েছেন নয় ধাপ।
