বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। অনুশীলনের শুরুতেই বিঘ্ন ঘটায় বৃষ্টি। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে অনুশীলন শুরু হয়। এরপর আবার তুমুল বৃষ্টি ও বজ পাতে থামাতে হয় অনুশীলন। হালকা স্ট্রেচিং করে হোটেলে ফেরেন ফুটবলাররা।
মিডফিল্ডার সোহেল রানা সিনিয়র বলেন, ‘এত দ্রুত সব টিকিট বিক্রি হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক। সেই সঙ্গে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। সিঙ্গাপুর ম্যাচেও একই ব্যাপার ঘটেছে। দর্শকরা চেয়েছিল ম্যাচটা যেন আমরা জিতি। কিন্তু পারিনি। হংকং ম্যাচটা চাইব ঘরের মাঠে জিততে।’ সোহেল বলেন, ‘দর্শকরা আমাদের সমর্থন করতে মাঠে আসেন। আমরা চাই ম্যাচ জিততে। এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক জিততে হবে।’ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সোহেল বলেন, ‘যত চ্যালেঞ্জ থাকবে দলের জন্য তত ভালো। চ্যালেঞ্জ থাকা উচিত। একই পজিশনে তিন-চারজন খেলোয়াড় রয়েছেন। এটা দলের শক্তি। প্রত্যেক পজিশনে যদি একাধিক খেলোয়াড় থাকে, তাহলে দলের জন্য ভালো।’
৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচ জামাল ভূঁইয়াদের। এই দুটি ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে কাল।
এদিকে ক্যাম্পে ডাক পাওয়া মোহামেডানের ছয় ফুটবলারের মধ্যে চারজন-সুজন হোসেন, রহমত মিয়া, শাকিল আহাদ ও জাহিদ হোসেন হোটেলে ওঠেন মঙ্গলবার। ইনজুরি থাকায় মেহেদী হাসান ও জ্বরের দরুন সুমন রেজা একদিন পর ক্যাম্পে যোগ দেবেন বলে জানান মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব। তার কথায়, ‘আমরা ফুটবলারদের ক্যাম্পে যোগ দিতে বলেছি। দুজন পরদিন ক্যাম্পে যোগ দেবে।’ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচের জন্য প্রথমে প্রাথমিক দলে ২৮ জনকে ডেকেছিলেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
