Logo
Logo
×

খেলা

কোচ আর্তেতার ৩০০তম ম্যাচে জয়ী আর্সেনাল

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোচ আর্তেতার ৩০০তম ম্যাচে জয়ী আর্সেনাল

চাপে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম নিজের ৫০তম ম্যাচে ঈষৎ স্বস্তি পেলেন। ম্যানইউ ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। ম্যাচের মাত্র আট মিনিটে গোলের খাতা খোলেন ম্যাসন মাউন্ট। বেনজামিন সেসকো ব্যবধান দ্বিগুণ করেন ৩১ মিনিটে। এদিকে কোচ হিসাবে মিকেল আর্তেতার ৩০০তম ম্যাচে এমিরেটসে জয় পেয়েছে আর্সেনাল। তারাও একই ব্যবধান ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হামকে। ম্যাচের ৩৮ মিনিটে অচলায়তন ভাঙেন ডেকলান রাইস। এ মৌসুমে এটি তার প্রথম গোল। বুকায়ো সাকা দ্বিতীয় গোলটি করেন পেনালটিতে, ৬৭ মিনিটে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় শনিবার। একইদিন টটেনহাম ২-১ গোলে জয়ী হয় লিডস ইউনাইটেডের বিপক্ষে। স্পারদের জয়ের নায়ক মোহামেদ কুদুস। ৫৭ মিনিটে দ্বিতীয় গোলটি নিজে করেন তিনি, প্রথমটি বানিয়ে দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম