রিশাদের ঘূর্ণিতে জয়ে ফিরল বাংলাদেশ
|
ফলো করুন |
|
|---|---|
টানা ব্যর্থতায় ওয়ানডে ফরম্যাটে জিততে যেন ভুলে গিয়েছিল বাংলাদেশ। হারতে হারতে ক্লান্ত হয়ে পড়েছিলেন মেহেদী হাসান মিরাজরা। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের টাটকা দুঃস্মৃতি পেছনে ফেলে অবশেষে ঘরের মাঠে স্বস্তির জয় পেল বাংলাদেশ। মিরপুরের মন্থর উইকেটে ম্যাচসেরা রিশাদ হোসেনের ঘূর্ণিতে কাটল জয়খরা। শনিবার প্রথম ওয়ানডেতে ২০৭ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। একই ভেন্যুতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
৩৫ রানে ছয় উইকেট নেওয়া লিগ-স্পিনার রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১৩৩ রানে। বাংলাদেশের প্রথম স্পিনার ও চতুর্থ বোলার হিসাবে ওয়ানডেতে ছয় উইকেট নিলেন রিশাদ। পেসারদের মধ্যে এই কীর্তি ছিল মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানের। ২০২৫ সালে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় ওয়ানডে জয়। ছোট লক্ষ্য তাড়ায় ব্রেন্ডন কিং ও অ্যালিক অ্যাথানেজের ৫১ রানের উদ্বোধনী জুটিতে উইন্ডিজের শুরুটা ভালো হয়। অ্যাথানেজেকে ২৭ রানে থামিয়ে এই জুটি ভাঙার পর ঘূর্ণির প্রলয় নাচনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ। আরেক ওপেনার ব্রেন্ডনও (৪৪) এই লেগ-স্পিনারের শিকার হন। এক উইকেটে ৭৯ থেকে একশ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবিয়ানরা। দুই ওপেনার ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু অধিনায়ক শাই হোপ (১৫) ও জাস্টিন গ্রিভস (১২)। রিশাদের ছয় উইকেটের পাশাপাশি মোস্তাফিজ দুটি এবং তানভীর ইসলাম ও মিরাজ একটি করে উইকেট নেন। মিরাজ ১০ ওভারে মাত্র ১৬ রান দেন।
এর আগে টস হেরে ব্যাটিং নেমে দ্বিতীয় ওভারে সাইফ হাসান ও তৃতীয় ওভারে সৌম্য সরকারের বিদায়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১২০ বলে ৭১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়। ৬৩ বলে ৩২ রান করেন নাজমুল।
তাওহিদ ৯০ বলে তিন চারে করেন সর্বোচ্চ ৫১ রান। ওয়ানডে অভিষেকে ৭৬ বলে ৪৬ রান করেন মাহিদুল। অধিনায়ক মিরাজ ছক্কার চেষ্টায় আউট হন ১৭ রানে। শেষদিকে রিশাদের ১৩ বলে ২৬* রানের ক্যামিও ইনিংসে দুইশ পার করে স্বাগকিতকরা। ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ৪৮ রানে নেন তিন উইকেট। রোস্টন চেজ ও গ্রিভস নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২০৭/১০, ৪৯.৪ ওভারে (নাজমুল হোসেন শান্ত ৩২, তাওহিদ হৃদয় ৫১
মাহিদুল ইসলাম ৪৬, মেহেদী হাসান মিরাজ ১৭, রিশাদ হোসেন ২৬।
জেডেন সিলস ৩/৪৮, রোস্টন চেজ ২/৩০, জাস্টিন গ্রিভস ২/৩২)।
ওয়েস্ট ইন্ডিজ ১৩৩/১০, ৩৯ ওভারে (ব্রেন্ডন কিং ৪৪ অ্যালি অ্যাথানেজে ২৭
শাই হোপ ১৫, জাস্টিন গ্রিভস ১২। মোস্তাফিজুর রহমান ২/১৬, রিশাদ হোসেন ৬/৩৫)।
ফল : বাংলাদেশ ৭৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : রিশাদ হোসেন।

