Logo
Logo
×

খেলা

আর্সেনালের জয়, হার সিটির

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর্সেনালের জয়, হার সিটির

আর্সেনালের জয়ের দিন হেরেছে ম্যানচেস্টার সিটি। গানাররা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। একই ব্যবধানে ম্যানসিটি হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় রোববার। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে গানারদের জিতিয়ে দেন এবেরেচি এজে। এই গ্রীষ্মে ৬৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেওয়া এজে সেটপিস থেকে গোল করেন। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করল গানাররা। নয় ম্যাচ শেষে ২২ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা বোর্নমাউথের চেয়ে চার পয়েন্ট বেশি।

ম্যানসিটি হারল নয় ম্যাচে অপরাজিত থাকার পর। ১৯ মিনিটে ম্যাটি ক্যাশের বাঁ পায়ের শটে করা একমাত্র গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়। নয় ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানসিটি। আগেরদিন ব্রেন্টফোর্ডের মাঠে ৩-২ গোলে হেরে যাওয়া বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নেমে গেছে ছয়ে। পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম