Logo
Logo
×

খেলা

নারী বিশ্বকাপের ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারী বিশ্বকাপের ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

উলভার্ট-কাপের দাপটে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল তারা। লিগ পর্বের ম্যাচে ইংল্যান্ডের লজ্জাজনক হার সইতে হয়েছিল লরা উলভার্টদের। তার প্রতিশোধও নেওয়া হলো। বুধবার গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা সাত উইকেটে ৩১৯ রান তোলে প্রথমে ব্যাট করে। ম্যাচসেরা লরা উলভার্ট ১৪৩ বলে ১৬৯ রান করেন। জবাবে ইংল্যান্ড ১৯৪ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে মাত্র ৬৯ রানে অলআউট হয়েছিল প্রোটিয়া নারী দল। সেই লজ্জা অনেকখানি ঘুচে গেল ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম