Logo
Logo
×

খেলা

শুটিংয়েও যৌন নিপীড়ক দাবি উঠেছে শাস্তির

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে তোলপাড় ক্রীড়াঙ্গনে। আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশজুড়ে। দেশের এক নম্বর খেলা ক্রিকেটের পর এবার শুটিংয়েও যৌন নিপীড়নের শাস্তির দাবি উঠেছে। এই দাবি করেছেন স্বর্ণজয়ী দুই শুটার সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্না। অভিযোগের তীর বর্তমান অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের দিকে। এতে নড়েচড়ে বসেছে শুটিং ফেডারেশনও। সূত্রের খবর, এমন দাবির পরিপ্রেক্ষিতে রোববার জরুরি সভাও করেন শুটিং ফেডারেশনের কর্মকর্তারা।

ক্রীড়াঙ্গনের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর সাবেক স্বর্ণজয়ী শুটার ও কোচ শারমিন আক্তার রত্না বলেন, ‘শুটিং ফেডারেশনের নতুন কমিটি হওয়ার আগেই আমরা কয়েকজন শুটার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বরাবর জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে চিঠি দিয়েছিলাম। তার বিরুদ্ধে নারী সংক্রান্ত অনেক অভিযোগই ছিল। এজন্য তাকে শুটিং ফেডারেশনের কমিটিতে না রাখার দাবি জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল তাকেই কমিটির যুগ্ম সম্পাদক করা হয়েছে। জাহানারার অভিযোগের পর এখন বিসিবি এবং উপদেষ্টা তদন্তের কথা বলেছেন। ফলে শুটিংয়ের বিষয়টিও তদন্ত হওয়া প্রয়োজন।’

উপদেষ্টা বরাবর লিখিত চিঠিতে জিএম হায়দার সাজ্জাদকে নিয়ে বেশ গুরুতর অভিযোগ করেন শুটাররা। সেখানে তারা উল্লেখ করেছিলেন, ‘অতীতে উল্লেখিত ব্যক্তি আমাদের বিভিন্ন নারী শুটারদের সঙ্গে অনৈতিক আচরণ করার চেষ্টা করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে নারী শুটাররা তার অনৈতিক আচরণ ও অশ্লীল কর্মকাণ্ডের শিকার হয়েছেন।’ চিঠিতে উদাহরণও দিয়েছিলেন শুটাররা, ‘বিভিন্ন নারী শুটারদের মোবাইল ফোনে নগ্ন ছবি পাঠাতেন সাজ্জাদ’, ‘বিভিন্ন নারী শুটারদের ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন তিনি।’ রত্না বলেন, ‘উপদেষ্টা এখন বলছেন জাহানারার অভিযোগের ব্যাপারে পদক্ষেপ নিতে। আমরা শুটাররা যখন সাজ্জাদ সম্পর্কে উনাকে (উপদেষ্টা) জানালাম, উনি তো ঠিকই সেই ধর্ষককে ফেডারেশনে যুগ্ম সম্পাদক বানালেন। এটা কিভাবে করতে পারলেন তিনি। কিংবদন্তী শুটার সাবরিনা সুলতানাও বিষয়টি নিয়ে তদন্ত চান।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম