Logo
Logo
×

খেলা

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ

ক্যারিয়ারসেরা স্কোর বন্যার

রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচারদের মধ্যে আলো ছড়িয়েছেন বন্যা আক্তার ও রামকৃষ্ণ সাহা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হয়েছে। রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচারদের মধ্যে আলো ছড়িয়েছেন বন্যা আক্তার ও রামকৃষ্ণ সাহা। কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচারদের মধ্যে সর্বোচ্চ ১২তম হয়েছেন বন্যা আক্তার। ৬৯৩ স্কোর করেন তিনি। বন্যার এটি ব্যক্তিগত সেরা স্কোর। কম্পাউন্ড ইভেন্টে দলীয় রেকর্ড স্কোর (২০৬১) করেছে বাংলাদেশও। আগের রেকর্ড ছিল ২০৪৫। ৭২ তির ছোড়ার লড়াইয়ে শুরু থেকে নিশানা ঠিক রেখেছিলেন রামকৃষ্ণ। ৬২ প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর করে ষষ্ঠ হন তিনি। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের বাকি তিন আরচার কুলসুম আক্তার ৬৮৮ স্কোর নিয়ে ১৭তম, পুষ্পিতা জামান ৬৮০ স্কোর নিয়ে ২৪তম ও মিথিলা আক্তার ৬৬২ স্কোর নিয়ে ৩২তম হয়েছেন। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের চার আরচারের মধ্যে তিনজন ‘বাই’ পেয়ে উঠেছেন ১/১৬ এর মঞ্চে।

ব্যক্তিগত ক্যারিয়ারসেরা স্কোর করার পর বন্যা আক্তার বলেন, ‘আমি আমার পারফরম্যান্সে খুশি। আশা করি, ভালো কিছু দিতে পারব। অনুশীলনে যে স্কোর ছিল, সেটা এখানে দিতে পেরেছি। প্রথম স্কোরিংয়ের সময় বাতাস বেশি ছিল। এতে একটু প্রভাব পড়েছে। তবে আস্তে আস্তে এটা কমে গেছে। আন্তর্জাতিকভাবে প্রথমবার ক্যারিয়ারসেরা স্কোর করেছি। এটা কালকের জন্য কাজে দেবে। আমার আত্মবিশ্বাসও বাড়াবে।’ তিনি যোগ করেন, ‘এর আগেও দক্ষিণ কোরিয়া ও ভারতের প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। শেষবার কোরিয়ার আরচারকে হারিয়েছিলাম। সেরা স্কোর যেন ধরে রাখতে পারি। ভারতের যে বিশ্ব চ্যাম্পিয়ন, তার সঙ্গেও খেলার অভিজ্ঞতা আছে আমার। যদি সেরাটা দিতে পারি, তাহলে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আমাদের দল শক্তিশালী, লক্ষ্যও অনেকদূর। যেহেতু স্কোরিংয়ের দিক দিয়ে এখন আমরা শক্তিশালী, আশা করি ভালো পজিশনে যেতে পারব আমরা।’

এদিকে রিকার্ভ পুরুষ বিভাগে এককে সাগর, আলিফ ও রামকৃষ্ণের কাছে প্রত্যাশা বেশি বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে অবশ্য এই ইভেন্টে বাংলাদেশের চার আরচার ‘বাই’ পেয়েছেন। রামকৃষ্ণ সাহা দুটি ‘বাই’ পেয়ে এক লাফে পৌঁছে গেছেন সেরা ষোলোতে। বাংলাদেশের বাকি তিন আরচার মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে ৪১তম হয়েছেন। রিকার্ভ আরচার রামকৃষ্ণ এখন সেরাটা নিংড়ে দিতে উন্মুখ হয়ে আছেন। সেরা ষোলোতে উঠে রামকৃষ্ণ বলেন, ‘আমার যথেষ্ট ভালো র‌্যাংকিং হয়েছে। ছয় নম্বরে এসেছি, এটা আমার জন্য ভালো পজিশন। অবশ্যই বাতাস ছিল, বাতাসের প্রভাব ছিল। তারপরও আমার যা করার ছিল, সেটা দিয়ে চেষ্টা করেছি। এখন যে স্কোর হয়েছে, সেটা ভালো। নকআউট এমন একটা রাউন্ড, যেখানে যে কেউ হারিয়ে দিতে পারে। আমি নিজের সেরা পারফরম্যান্স করতে পারলে অবশ্যই ভালো হবে। একটা পদক আশা করতে পারি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম