Logo
Logo
×

খেলা

তুরস্কে এক হাজারের বেশি ফুটবলার সাসপেন্ড

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তুরস্কে এক হাজারের বেশি ফুটবলার সাসপেন্ড

ম্যাচ পাতানোর অভিযোগে তোলপাড় তুরস্কের ফুটবলে। সংগৃহীত ছবি

ম্যাচ পাতানোর অভিযোগে তোলপাড় তুরস্কের ফুটবলে। অবশেষে একাধিক অভিযোগের মুখে নড়েচড়ে বসেছে তুরস্কের ফুটবল ফেডারেশন। গ্রেফতার করা ছাড়াও একাধিক খেলোয়াড়কে সাসপেন্ড করেছে ফেডারেশন।

তুরস্কের ফুটবল সংস্থা তুর্কিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা এই মাসে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাসপেন্ড করেছে। তদন্তে জানা গেছে, ফুটবল ম্যাচগুলো পাতানো হতো।

তুরস্ক প্রশাসন আটজনকে গ্রেফতার করেছে। যার মধ্যে তুরস্কের শীর্ষস্থানীয় ক্লাবের চেয়ারম্যানও রয়েছেন। সাসপেন্ড করা হয়েছে ১০২৪ জন ফুটবলারকে, তদন্তের পর তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তুর্কিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এএফপি’কে জানানো হয়েছে, অভিযুক্ত প্রত্যেকেই তৃতীয় ও চতুর্থ বিভাগের সহকারী রেফারি।

গ্রেফতার হওয়া ১১ জন রেফারিকে মুক্তি দিয়েছে সেদেশের প্রশাসন। পুরো পদ্ধতির জন্য তুর্কিশ ফুটবল ফেডারেশন ধাক্কা খেয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে খেলোয়াড় সই করাতে পারবে না। এ কারণে তারা ফিফার কাছে অতিরিক্ত ১৫ দিন সময় চেয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম