বাংলাদেশ আজই জিততে চায় ওয়ানডে সিরিজ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওডিআইতে বাংলাদেশ অনুমিত জয় পেয়েছে।
তাতেও নির্ভার নয় স্বাগতিকরা। সাকিব আল হাসান মনে করেন, শেষ দুই ম্যাচে তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ।
আজই ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। এরপর সোমবার চট্টগ্রামে হোয়াইটওয়াশ করতে চায় প্রতিপক্ষকে। তাই বলে খুব বেশি পরিকল্পনা করার সুযোগ নেই।
নিজেদের খেলাটাই খেলে দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করে এগিয়ে যাওয়ার লক্ষ্য সাকিব, তামিমদের।
দুদলের শেষ নয় লড়াইয়ের আটটিতে জিতেছে বাংলাদেশ। আজ জিতলে ক্যারিবীয়দের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতবে টাইগাররা।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এবং দেশের মাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে ২-১ ব্যবধানে টানা দুটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৯ সালে আয়ারল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে জিতেছিল বাংলাদেশ।
তবে দ্বিপাক্ষিক সিরিজে আজই হয়ে যেতে পারে ক্যারিবীয়দের বিপক্ষে টানা তৃতীয় জয়। চট্টগ্রামে শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে কাজটি সেরে ফেলতে চান তামিমরা।
তিনদিনে দুটি ম্যাচ। লড়াইয়ে ফেরার জন্য সফরকারীরা সময় পায়নি। বৃহস্পতিবার দুদলই বিশ্রামে কাটিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অনুশীলন ছিল। বাংলাদেশের ছিল ঐচ্ছিক অনুশীলন। তবে হোটেলে না থেকে মিরপুরে অনুশীলনে চলে যান সাকিব, তামিম, মুশফিকরা। প্রথম ম্যাচে ভালো করতে না পারা লিটন দাসও অনুশীলন করেছেন। বাংলাদেশের একাদশে প্রথম ম্যাচ থেকে খুব বেশি পরিবর্তনের সুযোগ থাকছে না। অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা।
তবে তাসকিন আহমেদ বা সাইফউদ্দিনকে খেলালে অবাক হওয়ার কিছু থাকবে না। পেস বোলিং কোচ ওটিস গিবসন তাসকিনকে কাল আলাদাভাবে কিছু নির্দেশনা দিয়েছেন।
আর সাইফউদ্দিনের ফিটনেসের উন্নতির ওপর তার একাদশে জায়গা পাওয়া নির্ভর করছে। ওটিস গিবসন বলেন, ‘পেসাররা প্রথম ম্যাচে ভালো করেছে। এটা সবার জন্যই দারুণ খবর। আশা করি ধারাবাহিকতাই ধরে রাখবে তারা।’
বুধবার ছয় উইকেটে জিতে স্বাগতিকরা দেখিয়েছে কেন তাদের ফেভারিট বলা হচ্ছে। আইসিসি ওয়ানডে সুপার লিগের প্রথম ম্যাচে জয়ে শুরু হয়েছে বাংলাদেশের।
অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচের সাফল্যে তামিম আনন্দিত। দীর্ঘদিন পর সাকিব ফিরেছেন ম্যাচসেরা হয়ে। সাকিব ও অভিষিক্ত হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ১৬.১ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে দুদলের অধিনায়কই স্বীকার করেন, উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল।
তামিমরাও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের জন্য কিছুটা সুযোগ তৈরি হতে পারে। আবহাওয়াও ভালো থাকতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে ছয় ক্রিকেটারের অভিষেক করিয়েছে। অভিষিক্ত কাইল মায়ারস ভালো খেলেছেন। লোয়ার মিডল অর্ডারে রভম্যান পাওয়েল স্বাগতিকদের জন্য হুমকি হতে পারেন। বোলিংয়ে আকিল হোসেন প্রথম ম্যাচে ভুগিয়েছেন বাংলাদেশকে। টার্নের সঙ্গে ভালো জায়গায় বোলিংও করেছেন। অভিষেকে ২৬ রানে নেন তিন উইকেট। এ ছাড়া পেসার আলজারি জোসেফকে খেলতে হিমশিম খেয়েছেন তামিমরা। আকিল বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে দলের হারটা মাথায় থেকে যাবে। আশা করি, দ্বিতীয় ম্যাচে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব।’
