নারী ফুটবলারদের জন্য ইংরেজি-শিক্ষা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলারদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য চারদিনের প্রশিক্ষণ করিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক বাফুফে ভবনে এসে মেয়ে ফুটবলারদের ইংরেজির ওপর মৌলিক দীক্ষা দিয়েছেন। ৩১ জানুয়ারি শুরু হওয়া প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। ২০ জন নারী ফুটবলার এতে অংশ নেন। উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হাসপিয়া বশিরুল্লাহ বলেন, ‘মাত্র চারদিনে খুব বেশি কিছু শেখানো যায় না। এরপরও আমরা বেসিক বিষয়গুলো তাদের ধরিয়ে দিয়েছি। তাদের ক্যারিয়ারে যে বিষয়গুলো প্রতিনিয়ত প্রয়োজন, সেগুলো নিয়েই কাজ করেছি।’
ফুটবলাররা নিজেদের সম্পর্কে ইংরেজিতে বলা, খেলা শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করা অনেকটা রপ্ত করেছেন চারদিনের প্রশিক্ষণে। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে নারী ফুটবলার তানজুম ডেমো করে দেখিয়েছেন মিডিয়াকে। উত্তরা ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা ও ট্রাস্টি বোর্ড সদস্য নাবিব আজিজ।
