খেলা হয়নি রাজার, রানিরও বিদায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টুর্নামেন্ট শুরুর আগেরদিন অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হওয়ায় শিরোপা ধরে রাখার অভিযানেই নামতে পারেননি মেলবোর্নের রাজা নোভাক জোকোভিচ। এবার বিদায় নিলেন রানি নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডেই পচা শামুকে পা কাটল চারটি গ্র্যান্ড স্লামজয়ী জাপানি তারকার। গতবারের চ্যাম্পিয়ন ওসাকাকে ৪-৬, ৬-৭, ৭-৬ (১০/৫) গেমে হারিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে উঠেছেন যুক্তরাষ্ট্রের অবাছাই খেলোয়াড় আমান্ডা অ্যানিসিমোভা।
জিভে জল আনা এক মহারণের সম্ভাবনার অপমৃত্যু ঘটিয়ে ২০ বছর বয়সি এই মার্কিন চমক এবার শেষ আটে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ বাছাই অ্যাশলে বার্টির মুখোমুখি হবেন। আসরে এখনো কোনো সেট না হারা বার্টি কাল ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে দেন ইতালির ক্যামিলা জর্জিকে। পুরুষ এককে চার সেটের লড়াইয়ে কারেন খাচানভকে হারিয়ে রেকর্ড ২১তম গ্র্যান্ড জয়ের অভিযানে আরেক ধাপ এগিয়েছেন স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদাল। শেষ ষোলোতে তার সঙ্গী হয়েছেন তৃতীয় বাছাই জভেরেভ।
