Logo
Logo
×

খেলা

এক মাস নিষিদ্ধ মেহেদী হাসান রানা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা। সব ধরনের ক্রিকেট থেকে তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। চলমান জাতীয় ক্রিকেট লিগেও খেলতে পারবেন না এই বাঁ-হাতি পেসার। ফেসবুক পোস্টে নির্বাচকদের সমালোচনা করে নিষিদ্ধ হলেন তিনি।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘মেহেদী হাসান রানাকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হলো। চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা পেস বোলার মেহেদী হাসান রানার শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বাঁ-হাতি পেস বোলারকে সামাজিক যোগাযোগমাধ্যম এবং একটি জাতীয় দৈনিক পত্রিকায় মন্তব্য করা বিসিবির একজন খেলোয়াড়ের কাছ থেকে আসা অগ্রহণযোগ্য। রানাকে তার অবিবেচনামূলক কাজের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন পেসার মেহেদী হাসান রানা। জাতীয় দলে খেলার সুযোগ পাননি বলে হতাশা প্রকাশ করেন তিনি। বিসিবির এক নির্বাচকের বিরুদ্ধে বিষোদ্গার করেন তিনি। কিছুক্ষণ পর পোস্ট ডিলিট করে দেন। পরের দিন আরেকটি পোস্ট দিয়ে রানা জানান, আগের পোস্ট দেওয়ার সময় জাতীয় লিগের ম্যাচ খেলতে মাঠে ছিলেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম