|
ফলো করুন |
|
|---|---|
ছয় বলে ছয় ছক্কা দেখেছে ক্রিকেটবিশ্ব। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এমন ঘটনা ঘটেছে দশবার। এত দিন ছয় বলে ছয় উইকেট নেওয়ার ঘটনা ছিল একটাই। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে সেই নজির গড়ল ইংল্যান্ডের ১২ বছরের অলিভার হোয়াইটহাউজ। এক ওভারে দুটি হ্যাটট্রিক! ছয় উইকেট! দ্বিতীয় বোলার হিসাবে এই নজির গড়েছে সে। ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাবের হয়ে কুকহিলের বিপক্ষে এক ওভারে ছয় উইকেট নিয়েছে হোয়াইটহাউজ। এ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এই ম্যাচে এক রান দিয়ে আট উইকেট নিয়েছে কিশোর ক্রিকেটার। হোয়াইটহাউজের এই কৃতিত্বের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রথম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেড কেরি। ২০১৭ সালে গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে পূর্ব ব্যালারাটের বিপক্ষে এক ওভারে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। ক্রিকেটের ইতিহাসে এক ওভারে কোনো বোলারের ছয় উইকেট নেওয়ার ঘটনা সেই প্রথম।
