Logo
Logo
×

খেলা

‘সবাই বলছে আমরা চ্যাম্পিয়ন’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এবারের বিপিএলে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। লিগপর্বের শুরুতে রংপুর রাইডার্স এগিয়ে ছিল। বরিশালকে প্রথমে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের সঙ্গে লড়াই করতে হয়েছে। লিগপর্বের শেষ ম্যাচে হারলেও প্রথম কোয়ালিফায়ারে জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বরিশাল। দল তৈরি করার পর অনেকেই কোচ মিজানুর রহমান বাবুলকে বলেছেন, ‘আপনারা তো চ্যাম্পিয়ন!’ এমন কথায় আত্মবিশ্বাস পেয়েছেন বরিশালের কোচ। আগামীকাল সন্ধ্যা ৭টায় শিরোপার লড়াইয়ে নামবে বরিশাল।

টানা দ্বিতীয়বার শিরোপা জেতার সুযোগ তামিম ইকবালের দলের। চার আসরের মধ্যে তারা তৃতীয়বার উঠেছে ফাইনালে। মিরপুরের একাডেমি মাঠে বুধবার ঐচ্ছিক অনুশীলনের পর সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মিজানুর রহমান বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পারব কিনা, সেটা ফাইনালে বোঝা যাবে। আমরা ফাইনালে উঠেছি। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে ফাইনাল খেলব।’ তিনি বলেন, ‘যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন। অন্য দলের ক্রিকেটাররাও বলেছে, আপনাদের তো খেলার দরকার নেই। এভাবে মজা নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। এখন ফাইনালের লড়াইয়ে বোঝা যাবে।’

এর আগে বিপিএলে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে শুধু ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিজানুর বলেন, ‘আগের বছর যে দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সেটাই এবার ধরে রাখার চেষ্টা করেছি। তবে ফল পাওয়ার কারণ হলো দলে সবার মধ্যে সুসম্পর্ক। ক্রিকেটারদের দলের প্রতি একটা ভালোবাসা কাজ করে। এই দরদ থেকেই ভালো ফল বের হয়।’ তিনি বলেন, ‘আমার কাজ দলকে সমন্বয় করা। আমি সেই চেষ্টাই করেছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম