মেসির বিশ্বকাপ জয়ের মঞ্চে আফঈদারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘লুসাইল স্টেডিয়ামে প্রবেশ করার পর চোখের সামনে ভেসে ওঠে, কাতার বিশ্বকাপের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছেন। সতীর্থরা উৎসবে মেতে ওঠেন। যা কখনো ভুলবার নয়’, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় সফর কাতার থেকে ফিরে শুক্রবার ফরেন সার্ভিসেস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সফরের অভিজ্ঞতা নিয়ে উপরের কথাগুলো বলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। পাশে ছিলেন আরেক ফুটবলার শাহেদা আক্তার, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং জাতীয় নারী দলের দুই ক্রিকেটার শারমীন সুলতানা ও সুমাইয়া আক্তার।
সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতার সফরে যান এই চার নারী ক্রীড়াবিদ। দেশের ইতিহাসে সরকারপ্রধানের সঙ্গে ক্রীড়াবিদদের এটাই প্রথম রাষ্ট্রীয় সফর। সেখানে বিশ্বকাপের বিভিন্ন স্টেডিয়াম ও পিএসজি একাডেমি ঘুরে দেখেন চার নারী ক্রীড়াবিদ। কাতারে নারী ফুটবল লিগে খেলার জন্য বাংলাদেশের ফুটবলারদের আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে বলেছেন আফঈদা। তার কথায়, ‘আমি তাদের লিগে বাংলাদেশের ফুটবলারদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য বলেছি। তারা আশ্বাস দিয়েছেন। তারা আমাদের অনেক সম্মান দিয়েছেন। এটা অনেক বড় পাওয়া।’ ফুটবলার শাহেদা আক্তার বলেন, ‘কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দের সঙ্গে আমরা দেখা করে বলেছি, আমাদের কী কী সুযোগ-সুবিধা লাগবে। আমরা যখন ইনজুরিতে পড়ি, তখন তেমন সুযোগ-সুবিধা থাকে না। ওখানে নেইমার, রোনাল্ডোদের মতো খেলোয়াড়দের ইনজুরি নিয়ে কাজ করা হয়। এগুলো নিয়ে কথা হয়েছে।’ ক্রিকেটার শারমিন সুলতানার কথায়, ‘এই প্রথম আমরা কোনো সরকারপ্রধানের সফরসঙ্গী হিসাবে কাতার গিয়েছি। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, অনেক কিছু দেখেছি।’ আরেক ক্রিকেটার সুমাইয়া আক্তার বলেন, ‘কাতার ফুটবলপ্রিয় দেশ। ক্রিকেটের সেরকম অবকাঠামো তাদের নেই। তবে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির মতো বিশ্বখ্যাত ক্রিকেটারের ছবি সেখানে দেখেছি।’ প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘কাতার ফাউন্ডেশন বিশ্ব ক্রীড়ার জন্য অনেক বড় ফ্যাক্টর। আমরা বিশ্বাস করি, এই সফরের মধ্য দিয়ে তাদের সঙ্গে যে যোগাযোগ স্থাপিত হলো, ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাব।’
