Logo
Logo
×

খেলা

এক বছর পেছাল হৃদয়ের এক ম্যাচের নিষেধজ্ঞা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি তিনবার বদলাতে হলো বিসিবিকে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মাঠে অসদাচরণ এবং পরে আম্পায়ারদের নিয়ে কটু কথা বলার কারণে হৃদয় দুই ম্যাচ নিষিদ্ধ হন হৃদয়। এরপর মোহামেডানের চাপে তার শাস্তি কমে এক ম্যাচ নিষেধাজ্ঞায় চলে আসে। পরে দুটি ম্যাচও খেলেন। এতে আম্পায়ারদের অসন্তোষে আবারও শাস্তির মেয়াদ হয় দুই ম্যাচের। কাল মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে খেলোয়াড়দের চাপে বিসিবি হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছর পিছিয়েছে। ঢাকা লিগের শেষ দুই ম্যাচে খেলতে হৃদয়ের আর কোনো বাধা নেই। আজ মিরপুরে মোহামেডানের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।

শুক্রবার সকাল থেকে মিরপুরে ক্রিকেটারদের আনাগোনা বেড়ে যায়। দুপুরের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ আসেন। হৃদয় ইস্যুতে আলোচনায় বসতে হয় তাদের। এরই মধ্যে মোহামেডানের অধিকাংশ খেলোয়াড়সহ বিসিবির একাডেমি মাঠে আসেন তামিম ইকবাল। মোহামেডান ছাড়াও আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জসহ প্রায় সব দলের ক্রিকেটাররা ছিলেন। একটি সূত্র জানিয়েছে, শুধু মোহামেডানের দোষ যেন না হয়, এজন্য অন্য দলের ক্রিকেটারদেরও একত্রিত করেন তামিম। একই সঙ্গে শুধু হৃদয়ের বিষয় ছাড়া আরও কয়েকটি বিষয় সামনে এনে দেখানোর চেষ্টা করা হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন দুই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।

বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথমে নিজেদের মধ্যে এবং পরে বোর্ড প্রধানের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে আসেন তামিম। পেছনে ক্রিকেটাররা। তামিম বলেন, ‘তাওহিদ হৃদয়কে যখন দুই ম্যাচের জন্য বহিষ্কার করে, তখন কোনো খেলোয়াড় বা কেউ এটা নিয়ে কোনো কথা বলেনি। এই সিদ্ধান্তটা বেশি কঠোর হয়ে গেছে। এটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলিনি। তার কিছুদিন পর দেখলাম, নিষেধাজ্ঞা দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হলো। এটা বিসিবি করেছে। তখনো আমরা কোনো কথা বলিনি।’ তিনি বলেন, ‘তারপর হৃদয় একটা ম্যাচ না খেলে তারপর দুটা ম্যাচ খেলল। স্বাভাবিকভাবে তার যে শাস্তি ছিল, সেটা সে ভোগ করে নিয়েছে। এখন দুটা ম্যাচ খেলার পর কাল (বৃহস্পতিবার) শুনলাম যে তাকে আবার নিষিদ্ধ করছে। এটা কোন নিয়ম, আমার জানা নেই। এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। এটা হাস্যকর। যে একবার নিষিদ্ধ হয়ে ম্যাচ খেলেছে সে আবার নিষিদ্ধ হতে পারে না। এটা একটা বড় বিষয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম