|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সামার অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী খেলা শেষে ২৬টি স্বর্ণ, ২১টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ জিতে সেরা হয় তারা। ১৩টি স্বর্ণ, ১৬টি রুপা এবং ১২টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ নৌবাহিনী। জাতীয় সামারে আগের দুই দিনে চারটি রেকর্ড হয়েছিল। শেষ দিনে আরও তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েন অ্যাথলেটরা। মেয়েদের ট্রিপল জাম্প ইভেন্টে ১২.৪৯ মি. লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ পদক জেতেন সেনাবাহিনীর জান্নাতুল। পুরুষদের পোলভল্ট ইভেন্টে ৪.৫১ মি. উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর মো. সৌরভ মিয়া। এছাড়া মেয়েদের দশ হাজার মিটার দৌড় ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন নৌবাহিনীর রিংকি বিশ্বাস। তিনি ৩৯ মিনিট ১৪.৭৩ সেকেন্ড সময় নেন। এর আগে ৫ হাজার ও তিন হাজার মিটারে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। এছাড়া ১৫০০ মিটার দৌড়েও স্বর্ণ জিতে সেরা নারী অ্যাথলেট নির্বাচিত হন। অন্যদিকে সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ সেনাবাহিনীর মোশাররফ হোসেন। তিনি ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৪x৪০০ মিটার রিলে ইভেন্টে স্বর্ণপদক জেতেন।
