ভূমিকম্প হলে যা করবেন
সুস্থ থাকুন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভূমিকম্পের প্রতিকার হিসাবে কম্পন শুরু হলে খোলা জায়গায় বা বাড়ির নিরাপদ কোণে আশ্রয় নেওয়া, মাথার উপর বালিশ বা শক্ত কিছু দিয়ে ঢেকে রাখা এবং গ্যাস ও বিদ্যুতের সুইচ বন্ধ করা জরুরি। প্রতিরোধ হিসাবে ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণ কৌশল অবলম্বন করা এবং বাড়িতে জরুরি সরঞ্জামের একটি তালিকা তৈরি রাখা উচিত। কম্পন অনুভূত হলে দ্রুত খোলা ও উন্মুক্ত জায়গায় আশ্রয় নিন। বাড়িতে থাকলে, কোনো শক্ত আসবাব যেমন টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং বালিশ, কম্বল বা বই দিয়ে মাথা ঢেকে রাখুন। যদি ঘরের কোণে বা কলামের গোড়ায় আশ্রয় নেওয়া সম্ভব হয়, তবে সেখানে যান। খোলা জানালা ও কাঁচের জিনিস থেকে দূরে থাকুন। তাড়াহুড়া করে কোনো কিছু নিতে যাবেন না। দ্রুত গ্যাস ও বিদ্যুতের সুইচ বন্ধ করে দিন। রান্নাঘরে থাকলে গ্যাস বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। আতঙ্কিত না হয়ে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করুন।
