Logo
Logo
×

সুরঞ্জনা

যাই তবু এগিয়ে

এল সালভাদরের অগ্নিকন্যা রুথ লোপেজের সংগ্রাম

Icon

রাফিয়া আক্তার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রুথ লোপেজ একজন আইনজীবী, অধ্যাপক, মা এবং দীর্ঘদিন ধরে সত্য ও ন্যায়বিচারের পক্ষে কাজ করা একজন সাহসী নারী। রুথ এল সালভাদরের মানবাধিকার রক্ষাকারীদের একজন, যিনি একইসঙ্গে দেশটিতে বেশ সম্মানিত। এল সালভাদরের রাজনৈতিক সংকটের সময় তিনি দুর্নীতির উন্মোচন এবং আইনের শাসন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লড়েছেন সাহসের সঙ্গে, ক্ষমতাধরদের চোখে চোখ রেখে।

মূলত আইন ও বিচার বিষয়ে উদ্যমী রুথ লোপেজ মধ্য আমেরিকায় গণতন্ত্রের উন্নয়ন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্রিস্টোসালের প্রধান আইন কর্মকর্তা। দুর্নীতি দমন, নির্বাচনি আইন ও এল সালভাদরে মানবাধিকারের সংরক্ষণ বিষয়ে কাজ করেন তিনি। দেশটির সরকার ও প্রতিষ্ঠানের একজন সমালোচক হিসাবে তিনি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক স্বচ্ছতা ও নাগরিকদের দায়বদ্ধতা উন্নয়নে কাজ করেন বেশ সাহসের সঙ্গে।

নাইব বুকেলে দ্বিতীয়বারের মতো এল সালভাদরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রুথ লোপেজের কাজ আরও পরিচিতি পায়। অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া বুকেলে নিজেকে বলেন ‘বিশ্বের সবচেয়ে দারুণ স্বৈরাচার’।

নিজের লড়াইয়ের যে মাঠ তিনি দীর্ঘদিন ধরে একটু একটু করে তৈরি করেছেন সেখানে তিনি এখন এক অনিবার্য নাম। একইসঙ্গে হয়ে উঠেছেন নারীদের জন্য প্রেরণার এক উৎস। ১৯৭৭ সালের ২৭ সেপ্টেম্বর এল সালভাদরে জন্ম রুথ লোপেজের। পড়াশোনা করেছেন হাভানা বিশ্ববিদ্যালয়ে। একজন সফল আইনজীবী হলেও বিশ্বজুড়ে তিনি এখন গুরুত্বপূর্ণ একজন নারী। তার কাজের পরিধিও বেশ বিস্তৃত। সর্বশেষ বিবিসির সেরা ১০০ নারীর তালিকায়ও উঠে আসে রুথ লোপেজের নাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম