Logo
Logo
×

সুরঞ্জনা

নারী সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে উদ্যমী নারীরা

Icon

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হিমালয়ের পাদদেশে, বাংলাদেশের শেষ প্রান্তের জেলা পঞ্চগড়। বর্তমানে পঞ্চগড় যেমন চা বাগানে সেজেছে, তেমনি শীতের প্রকোপও বাড়তে শুরু করেছে এখানে। বাংলাদেশের সবচেয়ে বেশি শীতও পড়ে এখানে। তীব্র শীতে জনজীবন একেবারে স্থবির হয়ে পড়ে। একদল উদ্যমী নারীর হাতে গড়ে ওঠা সামাজিক সংগঠন ‘চেষ্টা’ তার নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এবং সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তায় অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে নিয়মিত। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের বিভিন্ন স্থানে এবং তেঁতুলিয়াতে সম্প্রতি কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সঙ্গে যুক্ত উদ্যমী নারীরা। মানবিক এ কার্যক্রমে যুক্ত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সেক্রেটারি গুলশান নাসরীন চৌধুরী, দপ্তর সম্পাদক সাকেরা খান, প্রচার সম্পাদক নাসিমা জামান, সদস্য দিলারা লাকি, মনোয়ারা তাহির, রিফাত লুসি, আইভি মামুন, রাহেলা পারভীন। এ ছাড়া রেডিয়েন্ট বনসাই সোসাইটি থেকে আল মামুন স্বাধীন, আফরোজা বুলবুল, রৌশনি আফরোজ উপস্থিত ছিলেন ওই আয়োজনে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং তারা এ কার্যক্রমের প্রশংসা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম