Logo
Logo
×

দশ দিগন্ত

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন অলির

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন অলির

কে পি শর্মা অলি। ছবি: সংগৃহীত

সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি নেপালের (সিপিএন-ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা অলি। দেশটিতে জেন-জি আন্দোলনের সময় চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শর্মা অলি। আগেই তার দল পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানায়। এবার তারা প্রশ্ন তুলছে কার্কি সরকারের বৈধতা নিয়েও। বৃহস্পতিবার এক ভাষণে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালান অলি।

অলি ইঙ্গিত দেন, তার দল আসন্ন ৫ মার্চের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে না। কারণ, তা ‘অসাংবিধানিক সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে।’ বরং তার ও অন্যান্য দল, যার মধ্যে নেপালি কংগ্রেসও রয়েছে-গত ১২ সেপ্টেম্বর ভেঙে দেওয়া পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ পুনর্বহালের আন্দোলনে নামবে। কাঠমান্ডু পোস্ট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম