Logo
Logo
×

দশ দিগন্ত

ফিলিপাইন-কানাডা প্রতিরক্ষা চুক্তি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফিলিপাইন-কানাডা প্রতিরক্ষা চুক্তি

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি এবং ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো টিওডোরো। ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান আগ্রাসী চীনা পদক্ষেপ মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা এবং ফিলিপাইন। রোববার এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

এ দিন ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব গিলবার্তো টিওডোরো জুনিয়র কানাডার প্রতিরক্ষা সচিব ডেভিড ম্যাকগুইন্টির সঙ্গে রাজধানী ম্যানিলায় মিলিত হবেন। স্ট্যাটাস অব ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট (ভিএফএ)-নামে এ চুক্তি স্বাক্ষরের পর পর্যালোচনা শেষে তা কার্যকর হবে।

তবে এর প্রতিক্রিয়ায় এখনো কোনো মন্তব্য করেনি চীন। এই চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের বাহিনী যৌথ মহড়া পরিচালনা করতে পারবে। এপি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম