Logo
Logo
×

দশ দিগন্ত

যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে বড় ধস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে বড় ধস

পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর, এই পাঁচ মাসে দেশটিতে ভারতের রপ্তানি কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ।

থিংক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জিটিআরআইয়ের তথ্যানুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল ৮ দশমিক ৮ বিলিয়ন বা ৮৮০ কোটি ডলার। সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন বা ৫৫০ কোটি ডলারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম