অল্পবয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সোশ্যাল মিডিয়ার কিছু জনপ্রিয় অ্যাপস। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এবার এক ঐতিহাসিক এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ডেনমার্ক। দেশটির সরকার ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে যুগান্তকারী হিসাবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য দেশগুলোকেও প্রভাবিত করতে পারে।
শুক্রবার ডেনমার্কে ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন নীতি অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা জোরদার করবে। সরকারের উদ্বেগ অনুযায়ী, হাতে ফোন পেলে অনেক শিশু খাওয়া ভুলে যায় এবং সোশ্যাল মিডিয়ায় অবাধ প্রবেশের সুযোগে কেউ কেউ অপরাধেও জড়িয়ে পড়ছে। এই কারণে দেশটি এই কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এএফপি
