Logo
Logo
×

দশ দিগন্ত

গাজায় নিহত ছাড়াল ৬৯ হাজার

Icon

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুদ্ধবিরতি সত্ত্বেও মৃত্যুর মিছিল থামেনি গাজায়। প্রায় প্রতিদিনিই হামলা চালাচ্ছে ইসরাইল। ধ্বংসস্তূপের নিচ থেকেও বের হচ্ছে লাশ। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে , যুদ্ধ শুরুর পর থেকে (২০২৩ সালের ৭ অক্টোবর) এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জনে।

এর মধ্যে যুদ্ধবিরতি ভেঙে গত এক মাসে (১১ অক্টোবর থেকে) ইসরাইলি হামলায় নিহত হয়েছে ২৪১ জন। আহত ৬১৯। শনিবারও নতুন করে বেশকিছু হত্যার খবর পাওয়া যায়। ইসরাইল সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের অবস্থানের দিকে এগিয়ে আসায় ‘ইয়েলো লাইন’ অতিক্রমকারী এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এই ইয়েলো লাইনটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ, যেখানে ইসরাইল সেনাদের পিছু হটার কথা ছিল। আল-জাজিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম