‘বিবিসি ১০০ ভাগ ভুয়া সংবাদমাধ্যম’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ক্যারোলাইন লেভিট। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদ’ এবং ‘প্রোপাগান্ডা মেশিন’ হিসাবে আখ্যায়িত করেছেন।
এই মন্তব্য আসে এমন সময়, যখন বিবিসির একটি প্যানোরামা ডকুমেন্টারির ওপর প্রশ্ন উঠেছে।
শনিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাজ্যে সফরের সময় হোটেলে বিবিসি দেখতে বাধ্য হলে তার দিনটাই নষ্ট হয়ে যায় এবং করদাতাদের একটি বামপন্থি প্রচারযন্ত্রের খরচ বহন করতে হচ্ছে।
ডকুমেন্টারিতে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
একটি লিক হওয়া নথিতে দেখা যায়, বিবিসি ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে একত্রিত করেছে। এতে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে গিয়ে ‘ফাইট লাইক হেল’ বলার অংশ দেখানো হলেও, সেই অংশ বাদ দেওয়া হয়েছে।
