ছোট খবর
অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হোয়াইট হাউজের ওভাল অফিসে চলতি সপ্তাহে এক ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি দেখে মনে হচ্ছিল, তিনি ঘুমিয়ে পড়েছেন। ট্রাম্পের সমালোচকরা এ ছবি ব্যবহার করে প্রেসিডেন্ট হিসাবে তার কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর বিষয়ে ওভাল অফিসে এক ঘোষণায় অংশ নেন ট্রাম্প।
অনুষ্ঠানের একপর্যায়ে দেখা যায়, তার চোখ বন্ধ। আবার চোখ খুলে রাখতে হিমশিম খাচ্ছেন কখনো। মাঝেমধ্যে তাকে চোখ কচলাতেও দেখা যায়। ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা ছবিগুলো ছড়িয়ে পড়ার পর পর সমালোচনা শুরু হয়। তবে হোয়াইট হাউজের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; বরং তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং অনুষ্ঠানে সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন।’ রজার্স আরও বলেন, অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দুটি ওষুধের দাম কমিয়েছেন। ওষুধগুলো ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ও অন্যান্য সমস্যায় ভোগা মানুষদের সহায়তা করবে। ওষুধগুলোর দাম কমানোয় ভোক্তাদের কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং অসংখ্য মার্কিনের জীবন রক্ষা পাবে। কিন্তু ব্যর্থ উদারপন্থি সংবাদমাধ্যম সেটি প্রচার না করে বস্তাপচা গল্প ছড়াচ্ছে।
