Logo
Logo
×

দশ দিগন্ত

বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি ট্রাম্পের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

প্রসঙ্গত, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। অবশ্য এর মধ্যে কিছু মামলা ইতোমধ্যেই আদালতে খারিজ হয়ে গেছে।

এর আগে বিবিসির চেয়ারম্যান সমির শাহ বিবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, সংবাদমাধ্যমটি সম্ভবত ট্রাম্পের পক্ষে থেকে মামলা মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাহ বলেন, ‘ট্রাম্প একজন “মামলাপ্রিয় মানুষ”। তাই আমাদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।’

বিবিসির ওপর হঠাৎ ট্রাম্পের ক্ষেপে ওঠার মূল কারণ হলো ‘প্যানারোমা’ অনুষ্ঠানে প্রচারিত ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ কেটে সম্প্রচার। এ নিয়ে হোয়াইট হাউজের চাপের মুখে রোববারই পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস। রোববার ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠান নিয়ে সমালোচনার পর তারা এই সিদ্ধান্ত নেন। ডেভি গত পাঁচ বছর ধরে বিবিসির মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নানা বিতর্ক ও পক্ষপাতের অভিযোগের মুখে পড়েছিলেন। ব্রিটিশ আরেক সংবাদমাধ্যম টেলিগ্রাফের ফাঁস করা অভ্যন্তরীণ নথির বরাতে জানা যায়, বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের ভাষণের দুটি অংশ কেটে একত্র করা হয়। নথি অনুসারে, অনুষ্ঠানটি দুটি ভিন্ন অংশ জোড়া লাগিয়ে এমনভাবে দেখিয়েছে, যেন ট্রাম্প সমর্থকদের ২০২১ সালের ৬ জানুয়ারি দাঙ্গার আগে ক্যাপিটলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন এবং তাদের ‘প্রাণপণে লড়তে’ বলছেন। কিন্তু ভাষণের যে অংশে ট্রাম্প সমর্থকদের ‘শান্তিপূর্ণভাবে ও দেশপ্রেমিকের মতো নিজেদের মতপ্রকাশের’ আহ্বান জানিয়েছিলেন সেই অংশ বাদ দেওয়া হয়েছিল। ভাষণের এই দুই অংশ মূলত প্রায় ৫০ মিনিটের ব্যবধানে ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম