চালুর পথে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া পুনরায় চালুর পথে জাপান। এ বিষয়ে শিগগিরই দেশটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে বুধবার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি জাপানের নিগাতা প্রদেশে কেন্দ্রটি অবস্থিত। কিয়োদো নিউজ এবং নিক্কেই-এর খবরে বলা হয়েছে, নিগাতা প্রদেশের গভর্নর হিদেও হানাজুমি এই সপ্তাহেই পারমাণবিক প্ল্যান্টটি পুনরায় চালুর অনুমোদন দিতে পারেন। তিনি শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প ও এর জেরে সৃষ্ট সুনামির আঘাতে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এটাকে অন্যতম বড় পারমাণবিক বিপর্যয় হিসাবে দেখা হয়। ওই ঘটনার পর নিজের দেশের সব পারমাণবিক রিঅ্যাক্টর বন্ধ করে দেয় জাপান। এএফপি
