কেপি শর্মা অলির সমর্থকদের সঙ্গে জেন-জি বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সমর্থকদের সঙ্গে জেন-জি বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের উত্তেজনা বাড়তে থাকায় দেশটির বারা বিভাগে কারফিউ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কেপি শর্মার দল সিপিএন-ইউএমএলের কর্মীরা বারা বিভাগে সমাবেশের আয়োজন করে। একইদিন সমাবেশের ডাক দেয় জেন-জিরাও। উভয় পক্ষের সমাবেশ কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। যা পরে সংঘর্ষে রূপ নেয়।
গত সেপ্টেম্বরে জেন-জি ও সাধারণ মানুষের গণ-আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন অলি। এরপর দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
