দুই নারীকে ধর্ষণ, প্রকাশ্যে মৃত্যুদণ্ড
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর মঙ্গলবার ওই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরির বলেন, ‘সুপ্রিমকোর্টের সুনির্দিষ্ট পর্যালোচনার পর রায় নিশ্চিত এবং কার্যকর করা হয়েছে।’
প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি দুই নারীর সঙ্গে প্রতারণা করেছেন এবং জোর করে ধর্ষণ করেছেন। তারা আরও জানিয়েছে, ওই ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে ভুক্তভোগীদের সম্মান নষ্ট করার ভয় দেখাত।
দোষীর পরিচয় এবং তার সাজা ঘোষণার তারিখ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তেহরান টাইমস।
