ইউরোপে দেশে দেশে বিক্ষোভ
গাজায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নামমাত্র যুদ্ধবিরতি। হামলা চলছেই। হত্যাকাণ্ড থামছে না। আন্তর্জাতিক শান্তি-চুক্তির আওতায় চলমান এ যুদ্ধবিরতির মাঝেই গাজায় মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছেন। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার ইউরোপের দেশে দেশে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসন ও যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করেন। আল-জাজিরা।
বিক্ষোভে অংশ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় ৫০ হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় তাদের ফিলিস্তিনের পতাকা হাতে ইসরাইলের গণহত্যাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও লন্ডন, জেনেভা, রোম ও লিসবনসহ বিভিন্ন দেশের বড় বড় শহরেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একজন বিক্ষোভকারী কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এখনো ন্যায়বিচার থেকে অনেক দূরে।’ এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন (এএফপিএস)-এর প্রধান আন তুয়াইয়ো বলেন, অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৭ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কিছুই সমাধান হয়নি। তার মতে, ‘যুদ্ধবিরতি কেবলই একটি ধোঁয়াশা, যা ইসরাইল প্রতিনিয়ত ভঙ্গ করছে। আমরা এখন একটি স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে এই গণহত্যা বন্ধ করতে চাই।’ ইতালিতে রোমের প্রধান বিক্ষোভে অংশ নেন জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজ এবং জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আলবানিজ অভিযোগ করেন, ‘ইসরাইল শুধুমাত্র গাজায়ই নয় বরং ফিলিস্তিনের পশ্চিম তীরেও গণহত্যা চালাচ্ছে।’ যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল অন্তত ৫০০ বার গাজায় হামলা করেছে। এসব হামলায় ৩৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৮৯০ জন।
হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর : গাজা উপত্যকায় যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে মিসর কয়েক হাজার ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে। রোববার একজন ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, গত আগস্ট মাসে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফার সঙ্গে বৈঠকে মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী, গাজার জন্য মোট পাঁচ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফিলিস্তিনি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, প্রথম দফায় ৫০০ জনেরও বেশি সদস্যের একটি দলকে গত মার্চে কায়রোতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এরপর সেপ্টেম্বর থেকে দুই মাসের এই প্রশিক্ষণ কোর্স পুনরায় শুরু হয়েছে এবং বর্তমানে শত শত নতুন সদস্যকে সেখানে যোগ দিয়েছেন।
