মস্কোতে পুতিন-মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
‘ইউরোপ যুদ্ধ করতে চাইলে আমরা প্রস্তুত’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রতিনিধিদল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব বাস্তবায়নের এই দলের নেতৃত্বে রয়েছেন ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠক। মঙ্গলবার স্থানীয় সময় সময় বিকাল ৫টার পর (বাংলাদেশ সময় রাত ৮টা ৩৫)-এ বৈঠক শুরু হয়। বৈঠকটি ঠিক কখন শেষ হবে তার কোনো সময়সীমা নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণই চলতে পারে বৈঠক। তাস।
উইটকফ এবং কুশনারের সঙ্গে বৈঠকের আগে, পুতিন মস্কোতে ভিটিবি ইনভেস্টমেন্ট ফোরামে ভাষণ দেন। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন ইউরোপীয়দের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ শেষ করার মার্কিন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার অভিযোগ আনেন। তিনি বলেন, তারা ইচ্ছাকৃতভাবে এমন সব দাবি অন্তর্ভুক্ত করেছেন যা রাশিয়ার কাছে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।
ইউরোপীয়রা যুদ্ধ চায় অভিযোগ করে তিনি বলেন, ইউরোপ যদি হঠাৎ আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় এবং যুদ্ধ শুরু করে, তবে আমরা এখনই প্রস্তুত আছি।
পুতিন বলেন, পোকরোভস্ক পুরোপুরি রাশিয়ান বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। এর সত্যতা যাচাই করতে তিনি সাংবাদিকদের পরিদর্শনের আমন্ত্রণ জানান।
