Logo
Logo
×

দশ দিগন্ত

অস্ত্রের পেছনে ছুটছে ইইউ দেশগুলো

রাশিয়া আতঙ্কে থরথর ইউরোপ

২০২৪ সালে মোট ৩৪৩.২ বিলিয়ন ইউরো প্রতিরক্ষায় ব্যয় করেছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউক্রেনে হামলার পর থেকেই ‘রাশিয়া আতঙ্কে’ থরথর করে কাঁপছে পুরো ইউরোপ। বিশেষ করে রাশিয়ার ঘরের পাশের ছোট ছোট রাষ্ট্রগুলো। ইউক্রেনের মতোই যে কোনো সময়প্রতিবেশী অন্য দেশগুলোকেও আক্রমণ করতে পারে মস্কো। এই ভয়েই গত ২/৩ বছর ধরেই প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে ইউরোপ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অনিশ্চিত অবস্থানের শঙ্কায় সংকট

বাড়ছে দেশগুলোতে। এরই অংশ হিসাবে ইউরোপজুড়ে শুরু হয়েছে অভূতপূর্ব অস্ত্র কেনার প্রতিযোগিতা। জানা গেছে-নিরাপত্তা হুমকি বাড়তে থাকায় ইউরোপজুড়ে প্রতিরক্ষা ব্যয় গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মোট ৩৪৩.২ বিলিয়ন ইউরো প্রতিরক্ষায় ব্যয় করেছে। এর মধ্যে জার্মানি ও ফ্রান্স মিলেই দিয়েছে মোট ব্যয়ের ৪৪ শতাংশ। মঙ্গলবার ইউরোনিউজের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।

ইউরোপিয়ান ডিফেন্স এজেন্সি (ইডিএ) বলছে, ২০২৫ সালে এই প্রতিরক্ষা ব্যয় বেড়ে ৩৯২ বিলিয়ন ইউরোতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ২০২০ সালে ব্যয় ছিল ১৯৮ বিলিয়ন ইউরো অর্থাৎ পাঁচ বছরে এই সংখ্যা ৯৮% বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি সমন্বয় করলে এ বৃদ্ধি দাঁড়ায় ৬৩%।

শীর্ষে জার্মানি : ইডিএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইইউ দেশগুলোর মোট ব্যয়ের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে জার্মানি। দেশটি মোট ব্যয়ের ২৬.৪% অর্থাৎ ৯০.৬ বিলিয়ন ইউরো খরচ করেছে। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স যা ৫৯.৬ বিলিয়ন ইউরো। দুই দেশ মিলিয়ে ব্যয় করেছে ১৫০ বিলিয়ন ইউরো, যা মোট ইইউ প্রতিরক্ষা ব্যয়ের ৪৩.৮%। এছাড়াও চলতি বছরের মে মাসে ইউরোপীয় কমিশন চালু করেছে ‘সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ’ (এসএএফই বা সেফ) তহবিল। এটি ইইউ সদস্যদের কম সুদে প্রতিরক্ষা বিনিয়োগের জন্য ঋণ দেয়।

সমালোচকরা শুরুতে সন্দেহ করেছিলেন, এতে আগ্রহী দেশ পাওয়া যাবে কি না। কিন্তু ৩০ নভেম্বর সময়সীমা শেষে

দেখা গেল, ২৭ সদস্যের মধ্যে ১৯ দেশই ঋণের জন্য আবেদন করেছে এবং পুরো তহবিল পূর্ণ হয়ে গেছে। পোল্যান্ড একাই আবেদন করেছে ৪৩ দশমিক ৭ বিলিয়ন ইউরোর জন্য।

পাঁচ দেশেই সাত ভাগ ব্যয় : তালিকার তৃতীয় স্থানে আছে ইতালি, ব্যয় ৩২.৭ বিলিয়ন ইউরো। পঞ্চম স্থানে স্পেন, ব্যয় ২২.৭ বিলিয়ন ইউরো। তবে অর্থনীতির আকারের তুলনায় স্পেনের প্রতিরক্ষা ব্যয় এখনও কম। এই পাঁচ দেশ মিলে ব্যয় করেছে ২৩৭.৫ বিলিয়ন ইউরো যা মোট ব্যয়ের ৬৯.২%।

১৪ দেশ মিলে মাত্র ৮% ব্যয় : ইইউ’র ১৪টি দেশ প্রতিরক্ষায় ব্যয় করেছে ৫ বিলিয়ন ইউরোরও কম। এদের মধ্যে ৮টি দেশের ব্যয় ২ বিলিয়ন ইউরোর নিচে। এই ১৪ দেশের মোট ব্যয় ২৮.২ বিলিয়ন ইউরো, যা ইইউ ব্যয়ের মাত্র ৮.২%। এই দলে রয়েছে অস্ট্রিয়া (৪.৯ বিলিয়ন ইউরো), হাঙ্গেরি (৪.৫ বিলিয়ন), পর্তুগাল (৪.২ বিলিয়ন)। সবচেয়ে কম ব্যয় করেছে মাল্টা মাত্র ৯৯ মিলিয়ন ইউরো। ইইউ বহির্ভূত হলেও ন্যাটোর বড় দুই সদস্য যুক্তরাজ্য ও তুরস্কও উল্লেখযোগ্য ব্যয় করেছে। ন্যাটো তথ্য অনুযায়ী-২০২৪ সালে যুক্তরাজ্যের ব্যয় ছিল ৬৫.৮ বিলিয়ন পাউন্ড (প্রায় ৭৪.৯৭ বিলিয়ন ইউরো), আর তুরস্কের ব্যয় প্রায় ২৪.৪ বিলিয়ন ইউরো।

প্রতিরক্ষা ব্যয় কেন এত বাড়ছে : সুইডিশ ডিফেন্স রিসার্চ এজেন্সির গবেষক ক্যাল্লে হকারসন বলেন, ‘রাশিয়ার ইউক্রেন আক্রমণই প্রতিরক্ষা ব্যয়ের সবচেয়ে বড় চালিকাশক্তি। গত দশকেও ব্যয় বাড়ছিল, কিন্তু যুদ্ধ পুরো পরিস্থিতি বদলে দেয়।’ ইডিএর ২০২৪ সালের নির্ধারিত মূল্যধরা হিসাব অনুযায়ী, ২০২০ সালে প্রকৃত ব্যয় ছিল ২৩৪.২ বিলিয়ন ইউরো, যা ২০২৪ সালে বেড়ে ৩৪৩.২ বিলিয়ন ইউরো হয়েছে। ২০২৫ সালে তা ৩৮১ বিলিয়ন ছাড়াতে পারে। দশ বছরে (২০১৫-২০২৫) প্রকৃত ব্যয় বেড়েছে ৯৯%। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন্সের রাফায়েল লস বলেন, ‘২০১৪ সালে রাশিয়ার প্রথম ইউক্রেন আগ্রাসনের পরই ইইউ দেশগুলো প্রতিরক্ষা খাতে কাটছাঁট বন্ধ করে। তবে বাজেট বাড়ানো সত্ত্বেও জিডিপি বৃদ্ধিকে ছাড়িয়ে যেতে কিছু বছর লেগেছে।’ এ বছর ন্যাটো সম্মেলনে সদস্য দেশগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫% এ তোলার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৩.৫% যাবে মূল প্রতিরক্ষা ব্যয়ে, বাকি ১.৫% নিরাপত্তা সম্পর্কিত অন্যান্য খাতে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম