যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইউরোপের বাইরে থাকা ১৯টি দেশের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় আফগানিস্তান ও সোমালিয়ার মতো দেশও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির হোমল্যান্ড সিকিউরিটি এ তথ্য জানিয়েছেন। স্কাই নিউজ।
নতুন নীতির ব্যাখ্যা দেওয়া সরকারি স্মারকে বলা হয়েছে, গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় আফগানিস্তানের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ওই হামলায় এক গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। সম্প্রতি ট্রাম্প সোমালিদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমরা তাদের আমাদের দেশে চাই না।’ সোমালি অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এই অপমানজনক মন্তব্য এমন সময়ে এলো, যখন খবর পাওয়া যাচ্ছে, মিনেসোটা রাজ্যের বৃহৎ সোমালি কমিউনিটিতে অভিবাসন কর্তৃপক্ষ অভিযানের পরিকল্পনা করছে।
