পুতিনের সফরের আগেই ‘ভারত চুক্তি’ অনুমোদন
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুদিনের সফরে আজ ভারত আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগেই দেশটির সংসদের নিম্নকক্ষ স্টেট দুমা ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমঝোতায় অনুমোদন দিয়েছে। সামরিক লজিস্টিক বিনিময় চুক্তির মাধ্যমে দুই দেশের যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও সেনা স্থাপনার পারস্পরিক ব্যবহার আরও সহজ হবে। রাশিয়ার প্রধানমন্ত্রী গত সপ্তাহে প্রস্তাবটি অনুমোদনের জন্য দুমায় পাঠিয়েছিলেন। মঙ্গলবার তা পাশ হয়। দুমার স্পিকার জানিয়েছেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ওপর দাঁড়িয়ে আছে। নতুন অনুমোদন সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে।
চুক্তিটির মূল উদ্দেশ্য দুই দেশের সেনাবাহিনী ও নৌবাহিনীকে পরস্পরের ঘাঁটি, বন্দর ও বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া। এর ফলে রুশ যুদ্ধজাহাজ ভারতের বন্দরে এসে জ্বালানি ও সরঞ্জাম সংগ্রহ করতে পারবে। ভারতীয় নৌবাহিনীর জাহাজও রাশিয়ার বন্দর ব্যবহার করতে পারবে। একই নিয়ম প্রযোজ্য হবে দুই দেশের সামরিক বিমানের ক্ষেত্রেও। এতে যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সময় কম লাগবে। সামরিক যোগাযোগ আরও দ্রুত হবে।
