Logo
Logo
×

দশ দিগন্ত

সামাজিক মাধ্যমে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’

অবৈধভাবে বসতি গড়তে চাইলে হামলা চলবেই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করল পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী সংগঠন ‘কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে তারা। নতুন আবাসিক আইনের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই হামলার সূত্রপাত। ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ জানিয়েছে ৮৫ হাজারেরও বেশি আবাসিক কার্ড অস্থানীয়দের দেওয়া হয়েছে। যা এখানে জনসংখ্যাগত পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। এই অস্থানীয়রা পর্যটক হিসাবে আসে, বসবাসের অনুমতি নেয় এবং তারপর এমন আচরণ শুরু করে যেন তারা জমির মালিক। ফলস্বরূপ, যারা অবৈধভাবে বসতি স্থাপনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটবে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তীব্র তল্লাশি অভিযান শুরু করে। স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে সন্ত্রাসীদের খুঁজছে। এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, পহেলগাঁওতে আসা বাকি পর্যটকদেরও আসতে বাধা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম