Logo
Logo
×

টিউটোরিয়াল

মডেল টেস্ট

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান

Icon

মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কে এইচ আইডিয়াল স্কুল, দক্ষিণ মুগদা, ঢাকা

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নাও। তোমাদের পড়াশোনা বিষয়ে আগ্রহী করার লক্ষ্যে মডেল টেস্টের প্রশ্নের উত্তর দেওয়া হলো না। তোমরা অবশ্যই পাঠ্য বইয়ের আলোকে উত্তর নিজে বের করে নেবে। প্রয়োজনে শিক্ষক বা অভিভাবকের সহায়তা নেবে। এতে সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটবে।

পূর্ণমান : ৫০

সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ। ১x৫=৫

১. নীলা ভোরের আকাশে সূর্য দেখে। এই সূর্য থেকে সে সরাসরি কী পায়?

ক) বিদ্যুৎ খ) তাপ

গ) খাদ্য ঘ) শব্দ

২. সূর্য থেকে আমরা যে প্রক্রিয়ায় তাপ পাই, তা হলো তাপের-?

ক) পরিচলন খ) বিকিরণ

গ) পরিবহণ ঘ) পরিবহণ ও পরিচলন

৩. নিচের কোনটি খাদ্যে ভেজাল হিসাবে মিশানো হয়?

ক) আয়োডিন খ) ক্যালসিয়াম

গ) ফরমালিন ঘ) কার্বোহাইড্রেট

৪. লবণ, চিনি, সিরকার মাধ্যমে সংরক্ষণ করা হয়। এভাবে কোনটি সংরক্ষণ করা হয়?

ক) মাখন খ) সস

গ) জেলি ঘ) জলপাই

৫. কোনটি পোকামাকড়বাহিত রোগ?

ক) বসন্ত খ) ডেঙ্গু

গ) হাম ঘ) কলেরা

২। সত্য মিথ্যা যাচাই কর। ১x৫=৫

ক. পতঙ্গ, বায়ু, প্রাণী ও পানি-এ চারটির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে।

খ. কৃষিকাজে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পানিদূষণ প্রতিরোধ করা যায়।

গ. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে।

ঘ. বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড শোষণ হার বাড়ছে।

ঙ. আকস্মিক বন্যার ফলে ফসল ও ঘরবাড়ির ক্ষতি হয়।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখ। ২x৮=১৬

ক. কেন কিডনি ও লিভার অকার্যকর হতে পারে?

খ. খাদ্য সংরক্ষণের উপকারিতা কী?

গ. সূর্য ও চাঁদ থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে?

ঘ. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কি.মি.?

ঙ. বার্ষিকগতি কাকে বলে?

চ. প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও।

ছ. তথ্য সংরক্ষণে ব্যবহার হয় এমন দুটি প্রযুক্তির নাম লিখ।

জ. গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার একটি কারণ লিখ।

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লিখ। ৬x৪=২৪

ক. পরাগায়ন কী? পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লিখ। প্রাণীর দ্বারা উদ্ভিদের উপকৃত হওয়ার উদাহরণ ৪টি বাক্যে লিখ।

খ. কোনটি ছাড়া প্রাণী বাঁচতে পারে না? পানির দুটি প্রাকৃতিক উৎসের নাম লেখ। প্রাণীদেহে পানির তিনটি প্রয়োজনীয়তা লিখ।

গ. বায়ুর দুটি ব্যবহার লিখ। বায়ুদূষণ রোধে চারটি করণীয় লিখ।

ঘ. কোন ভাইরাসের মাধ্যমে এইডস রোগ ছড়ায়? প্রাণী ও পোকামাকড় বাহিত দুটি সংক্রামক রোগের নাম লিখ। সংক্রামক রোগের প্রতিকারে তোমার তিনটি পরামর্শ লিখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম