Logo
Logo
×

টিউটোরিয়াল

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান

Icon

মো. কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাসায়নিক ক্রিয়া

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩৭৪। খাবার লবণের তড়িৎ বিশ্লেষণকালে ক্যাথোডে ধূসর প্রলেপ সৃষ্টি হয় কেন?

ক) এক্ষেত্রে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়

খ) এক্ষেত্রে সোডিয়াম আয়ন উৎপন্ন হয়

গ) এক্ষেত্রে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়

√ঘ) এক্ষেত্রে ধাতব সোডিয়াম উৎপন্ন হয়

৩৭৫। CuCO₃ → CuO + A; এ বিক্রিয়ায় A যৌগটিকে চুনের পানিতে চালনা করলে কী ঘটবে?

ক) ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে

√খ) ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে

গ) ব্লিচিং পাউডার উৎপন্ন হবে

ঘ) ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে

৩৭৬। মোম পোড়ানোর ফলে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়-

i. তাপ শক্তিতে ii. আলোক শক্তিতে

iii. শব্দ শক্তিতে

নিচের কোনটি সঠিক

ক) i খ) ii

√গ) i ও ii ঘ) ii ও iii

৩৭৭। NH₄Cl কে তাপ প্রয়োগে বিয়োজিত করলে উৎপন্ন হয়-

i. NH₃ গ্যাস ii. H₂ গ্যাস

iii. HCl গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii

গ) i ও ii √ঘ) i ও iii

৩৭৮। শুষ্ক কোষে-

i. কার্বন দণ্ড ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে কাজ করে

ii. ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড বিদ্যমান থাকে

iii. কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি লাগানো থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii

গ) i ও ii √ঘ) ii ও iii

৩৭৯। প্রশমন বিক্রিয়ায়-

i. এসিড ও ক্ষারকের মধ্যে বিক্রিয়া ঘটে

ii. লবণ ও পানি উৎপন্ন করে

iii. তাপ ও চাপ প্রয়োগ করতে হয়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৮০। Fe + CuSO₄ →X + Cu ; এ বিক্রিয়ায় X হলো-

i. হালকা সবুজ বর্ণবিশিষ্ট যৌগ

ii. একটি এসিড iii. একটি লবণ

নিচের কোনটি সঠিক

ক) i খ) ii

গ) i ও ii √ঘ) i ও iii

৩৮১। গ্যাসের চুলায় গ্যাস জ্বালানোর ফলে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়-

i. শব্দ শক্তিতে ii. তাপ শক্তিতে

iii. আলোক শক্তিতে

নিচের কোনটি সঠিক

ক) i খ) ii

গ) i ও ii √ঘ) ii ও iii

৩৮২। খাবার লবণের তড়িৎ বিশ্লেষণের ফলে-

i. অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়

ii. ক্যাথোডে ধাতব সোডিয়াম জমে

iii. গ্যাসের বুদবুদের সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক) ii খ) iii

গ) i ও ii →√ঘ) i, ii ও iii

৩৮৩। CO₂ + A CaCO₃ + H₂O; এ বিক্রিয়ার A যৌগটি ব্যবহৃত হয়-

i. সিমেন্ট উৎপাদনে

ii. খাদ্যদ্রব্যের মোড়ক তৈরিতে

iii. ব্লিচিং পাউডার উৎপাদনে

নিচের কোনটি সঠিক

ক) ii খ) iii

√গ) i ও iii ঘ) i, ii ও iii

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম