Logo
Logo
×

টিউটোরিয়াল

দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ


বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সহিদুল ইসলাম

সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর, নারায়ণগঞ্জ

ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন

বহুনির্বাচনি প্রস্তুতি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩১. নওয়াব আবদুল লতিফ কোথায় জন্মগ্রহণ করেন?

ক. ঢাকায় খ. ফরিদপুরে

গ. সিলেটে ঘ. চট্টগ্রামে

৩২. নওয়াব আবদুল লতিফ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮২৬ সালে খ. ১৮২৭ সালে

গ. ১৮২৮ সালে ঘ. ১৮২৯ সালে

৩৩. কলকাতায় মুসলিম সাহিত্য-সমাজ কে গঠন করেন?

ক. সৈয়দ আমির আলী খ. নওয়াব আবদুল লতিফ

গ. হাজী মুহম্মদ মহসীন ঘ. রাজা রাম মোহন রায়

৩৪. সৈয়দ আমির আলির জন্ম কত সালে?

ক. ১৮৪৭ সালে খ. ১৮৪৮ সালে

গ. ১৮৪৯ সালে ঘ. ১৮৫০ সালে

৩৫. কে ১৮৯০ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন?

ক. সৈয়দ আমির আলী খ. নওয়াব আবদুল লতিফ

গ. হাজী মুহম্মদ মহসীন ঘ. রাজা রাম মোহন রায়

৩৬. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?

ক. ঢাকায় খ. ফরিদপুরে

গ. সিলেটে ঘ. রংপুরে

৩৭. বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৮০ সালে খ. ১৮৮১ সালে

গ. ১৮৮২ সালে ঘ. ১৮৮৩ সালে

৩৮. অবরোধবাসিনী গ্রন্থটি কার লেখা?

ক. সৈয়দ আমির আলীর খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

গ. বেগম রোকেয়ার ঘ. রাজা রাম মোহন রায়ের

৩৯. ১৯১১ সালে কে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন?

ক. সৈয়দ আমির আলী খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. হাজী মুহম্মদ মহসীন ঘ. বেগম রোকেয়া

৪০. বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৩২ সালে খ. ১৯৩৩ সালে

গ. ১৯৩৪ সালে ঘ. ১৯৩৫ সালে

৪১. বেগম রোকেয়া রচনা করেন-

i. পদ্মরাগ

ii. মতিচুর

iii. স্বপ্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. হাজী মুহম্মদ মহসীনের পাণ্ডিত্য ছিল-

i. আরবিতে

ii. ফারসিতে

iii. ইংরেজিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. বাংলাদেশে ব্যাপক নীল চাষ হতো যে অঞ্চলে-

i. ফরিদপুরে

ii. যশোরে

iii. পাবনায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেন-

i. ২০টি মডেল স্কুল

ii. ৫টি পাঠাগার

iii. ৩৫টি বালিকা বিদ্যালয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ৩১.খ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.খ ৩৬.ঘ ৩৭.ক ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক ৪১.ক ৪২.ঘ ৪৩.ঘ ৪৪.খ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম