Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

ব্যবসায় উদ্যোগ বহুনির্বাচনী মডেল টেস্ট

Icon

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক,

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা

১. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ হল-

ক. মুনাফা অর্জন খ. মানুষের অভাববোধ

গ. বাজার সৃষ্টি ঘ. শিল্প বিল্পব

২. উৎপাদনের বাহন কোনটি?

ক. পরিবহন খ. বাণিজ্য

গ. শিল্প গ. প্রত্যক্ষ সেবা

৩. নিচের কোনটিতে অমিল পরিলক্ষিত হয়?

ক. বস্ত্রশিল্প খ. সিমেন্টশিল্প

গ. পর্যটনশিল্প ঘ. চিনিশিল্প

৪. নকশিকাঁথা কোন শিল্পের অন্তর্গত?

ক. তাঁতশিল্প খ. বস্ত্রশিল্প

গ. হস্তশিল্প ঘ. নির্মাণশিল্প

৫. যে কোনো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি-

i. জীবিকা নির্বাহের জন্য করা হয়

ii. মুনাফা অর্জনের জন্য করা হয়

iii. বিনোদনের জন্য করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. কাশেম পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে চকবাজারে একটি বিরিয়ানির হোটেল চালু করেন। তার ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত হবে।

ক. সেবাশিল্প খ. উৎপাদনশিল্প

গ. নিষ্কাশনশিল্প ঘ. প্রজননশিল্প

৭. অতীতকাল থেকে আজ পর্যন্ত এ দেশে জামদানি শাড়ির চাহিদা বিদ্যমান, এটি ব্যবসায়িক পরিবেশের কোন উৎপাদানের অন্তর্গত?

ক. অর্থনৈতিক খ. প্রযুক্তিগত

গ. প্রাকৃতিক ঘ. সামাজিক

৮. ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হল-

ক. উৎপাদন খ. বাজারজাতকরণ

গ. মুনাফা অর্জন ঘ. চুক্তি

৯. প্রতীকের ক্ষেত্রে নিচের কোনটি অসামঞ্জস্য?

ক. রং খ. নাম

গ. ব্যান্ড ঘ. মোড়ক

১০. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজনীতা অনেক কেন না-

ক. বৈদেশিক মুনাফা অর্জনের জন্য

খ. অর্থনৈতিক উন্নয়নের জন্য

গ. ব্যবসায়ের অভিজ্ঞাতার জন্য

ঘ. মূলধন সংগ্রহের জন্য

উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জয়বর্মণ নিজস্ব পুঁজি নিয়ে গাছের চাষ শুরু করেন। কঠোর শ্রম, বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ের ফলে তিনি সফল হন। বর্তমানে তিনি উপজেলার কয়েকটি মৎস্য চাষ প্রকল্প প্রতিষ্ঠা করে অনেক বেকার যুবকের চাকরির ব্যবস্থা করেন।

১১. কঠোর পরিশ্রম একজন উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য?

ক. ব্যক্তিগত খ. সামাজিক

গ. মনস্তাত্ত্বিক ঘ. অর্থনৈতিক

১২. জয়বর্মণের এরূপ উদ্যোগের ফলে সৃষ্টি হয়েছে-

i. আর্থ-সামাজিক উন্নয়ন

ii. বেকারত্ব হ্রাস iii. মুদ্রাস্ফীতিরোধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. কোন কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম?

ক. চাকরি খ. আত্মকর্মসংস্থান

গ. শিক্ষা ঘ. ঝুঁকি

১৪. পণ্য উৎপাদনে সার্থকতা নির্ভর করে কিসের ওপর?

ক. বিক্রয় করে মুনাফা অর্জনের

খ. গুদামজাতকরণের

গ. ক্রয়-বিক্রয়ের ওপর

ঘ. মোড়কীকরণের ওপর

১৫. বিপণনের অংশ হিসেবে স্বত্বগত উপযোগ সৃষ্টিতে সাহায্যের প্রয়োজন হয়-

i. পাইকারের ii. খুচরা ব্যবসায়ীর

iii. উৎপাদনকারীর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. ‘মেলামেশার ক্ষমতা’ একজন আদর্শ বিক্রয়কর্মীর কী ধরনের গুণাবলি?

ক. শারীরিক খ. মানসিক

গ. শারীরিক ও মানসিক ঘ. নৈতিক

১৭. ডাচ্-বাংলা ব্যাংক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে। এ শিক্ষাবৃত্তি প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?

ক. ব্যবসায়িক খ. জাতীয়

গ. সামাজিক ঘ. মানবিক

উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও

দবির, খবির ও কবির তিন বন্ধু সমান মূলধন নিয়ে অংশীদারি ব্যবসায় শুরু করে। তিনজন সমান মুনাফা পেলেও কবির ব্যবসায় পরিচালনায় অংশ নেয় না। পারিবারিক দেনার কারণে কবির দেউলিয়া ঘোষিত হওয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটল।

১৮. উদ্দীপকে অংশীদারি ব্যবসায়ের কবির কীরূপ প্রকৃতির অংশীদার?

ক. নামমাত্র অংশীদার খ. সীমিত অংশীদার

গ. আপাতদৃষ্টিতে অংশীদার ঘ. ঘুমন্ত অংশীদার

১৯. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে ব্যবসায়টি বিলোপ সাধন প্রক্রিয়াটি সম্পন্ন হবে-

ক. অংশীদারি আইনের ৪০ ধারায় খ. অংশীদার আইনের ৪১ ধারায়

গ. অংশীদারি আইনের ৪২ ধারায়

ঘ. অংশীদারি আইনের ৪৩ ধারায়

২০. ব্যবস্থাপনা কাজের মধ্যে সেতুবন্ধ হিসেবে ভূমিকা পালন করে-

ক. পরিকল্পনা খ. নির্দেশনা

গ. প্রেষণা ঘ. নিয়ন্ত্রণ

২১. পরিকল্পনা বাস্তবায়নে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়?

ক. সময় ও ব্যয়সাপেক্ষ

খ. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ

গ. কার্যপদ্ধতি স্থিরকরণ

ঘ. সর্বোত্তম বিকল্প গ্রহণ

২২. কোন কাজের জন্য ব্যবসায় পরিকল্পনা একটি উত্তম দলিল হিসেবে কাজ করে?

ক. পরিচালনার জন্য

খ. মূলধন সংগ্রহের জন্য

গ. বাস্তবায়নে জন্য ঘ. ব্যবস্থাপনার জন্য

২৩. নায়েব আলীর স্বপ্ন কোনটি?

ক. ধনী হওয়া খ. বেকারত্ব হ্রাস করা

গ. শিল্প প্রতিষ্ঠা

ঘ. ব্যবসায়িক জোট তৈরি

২৪. সম আয়-ব্যয় বিন্দু জানা থাকলে সম্ভব হয়-

i. পণ্যের সঠিক মূল্য নির্ধারণ

ii. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি

iii. মুনাফা পরিকল্পনা প্রণয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. জনাব গাজী পাহাড় কেটে আবাসন স্থাপন করছে। জনাব গাজীর কাজটি-

i. পরিবেশ দূষিত করছে

ii. আবাসনের সুযোগ সৃষ্টি করছে

iii. জীববৈচিত্র্য ধ্বংস করছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. স্যামসাং এইচ চৌধুরী কত সালে ওষুধ কারখান স্থাপনের লাইসেন্স পান?

ক. ১৯৫২ সালে খ. ১৯৫৮ সালে

গ. ১৯৬০ সালে ঘ. ১৯৬৪ সালে

২৭. লুৎফা সানজিদা ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন-

ক. একটি শোরুম খ. প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র

গ. বিউটি পার্লার ঘ. অনিন্দ্য বুটিক সেন্টার

২৮. লুৎফা সানজিদা কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন?

ক. ব্যাংক থেকে খ. গ্রামীণ ব্যাংক থেকে

গ. মাউডাস থেকে ঘ. প্রশিকা থেকে

২৯. মানুষ অসম্ভকে সম্ভব করে তোলে কোনটির মাধ্যমে?

ক. অর্থ খ. প্রযুক্তি

গ. মেধা সম্পদ ঘ. প্রশিক্ষণ

৩০. বাংলাদেশ বিমান একটি রাষ্ট্রীয় ব্যবসায়। এটির মুনাফা জমা হবে-

ক. সরকারি তহবিলে খ. কেন্দ্রীয় ব্যাংকে

গ. বাণিজ্যিক ব্যাংকে ঘ. সমবায় ব্যাংকে

উত্তর : ১.খ ২.গ ৩.গ ৪.ক ৫.ক ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০খ ১১.গ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.ঘ ১৯.খ ২০.খ ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.গ ২৮.গ ২৯.গ ৩০.ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম