Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা * বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলা

Icon

সবুজ চৌধুরী

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

মাটির নিচে যে শহর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২। সমার্থক শব্দ লেখ/ শব্দার্থ লেখ।

মূল্যবান - দামি

বছর - সাল

প্রচুর - অনেক ভাণ্ডার - পাত্র

অভিভূত - হতবাক

খনন - খোঁড়া

সম্পর্কে - সম্বন্ধে সংগ্রহ - জমা

জনপথ - লোকালয়

নদী - গাঙ

কম্প - ঝাঁকুনি প্রবাহিত - বহমান

সুন্দর - অপূর্ব

ঢিবি - উঁচুভূমি

৩। এক কথায় প্রকাশ কর।

প্রাচীন কোনো বিষয় সম্বন্ধীয়

- প্রত্নতাত্ত্বিক

প্রাচীন কোনো বস্তু - প্রত্নবস্তু

কোনো কিছুর চিহ্ন - নিদর্শন

মাটি নিয়ে যারা গবেষণা করেন

- মৃত্তিকা-বিজ্ঞানী

যিশুখ্রিস্টের জন্মের পূর্বে - খ্রিস্টপূর্ব

পৃথিবীর মাটির উপরিভাগ - ভূপৃষ্ঠ

প্রচণ্ডভাবে পৃথিবীর অভ্যন্তরীণ ঝাঁকুনি - ভূমিকম্প

লোকজন যেখানে বাস করে

- জনপথ

তিন দিকে কোণ করা কোনো কিছু - ত্রিকোনাকার

কোনোকিছু দেখে অবাক হওয়া

- অভিভূত

পুরাতন বস্তু বা নিদর্শন যেখানে প্রদর্শিত হয়

- জাদুঘর

বিশ্বে সমস্ত বিদ্যা যেখানে শেখানো হয় - বিশ্ববিদ্যালয়

বিশেষ বিষয়ে অভিজ্ঞ যিনি

- বিশেষজ্ঞ

ইতিহাস বিষয়ে গবেষণা করেন যিনি - ঐতিহাসিক

রাজ-রাজাদের দখলকৃত অঞ্চল

- সাম্রাজ্য

রাজ্যের সব কাজকর্ম যেখান থেকে পরিচালিত হয় - রাজধানী

বৌদ্ধ ধর্মীয় গুরুদের উপাসনালয় ও থাকার স্থান - বৌদ্ধবিহার

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আফরোজা বেগম

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা

বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

প্রশ্ন : লালবাগ দুর্গের নিদর্শনগুলোর বর্ণনা দাও।

উত্তর : লালবাগ দুর্গ : এটি বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। এটি বর্তমান পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর কাছে অবস্থিত। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম ঢাকার সুবেদার থাকাকালে এটি তৈরির কাজ শুরু হয়। তাকে ঢাকা ত্যাগ করতে হয় বলে এটির কাজ অসম্পূর্ণ রেখে চলে যেতে হয়। তাই এটি আর সম্পন্ন হয়নি। নিদর্শন : * এটি সম্পূর্ণ ইটের তৈরি। * এর চারদিকে ইটের তৈরি উঁচু প্রাচীর রয়েছে। * এ দুর্গটির মাঝখানে খোলা জায়গা আছে। * মাঝখানে দোতলা ছোট্ট সুরম্য প্রাসাদ ছিল। বর্তমানে সেখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

* এ দুর্গের উত্তর ও দক্ষিণ দিকে দুটি প্রবেশপথ রয়েছে। * দক্ষিণ দিকের প্রবেশপথে গোপনে বের হওয়ার জন্য অনেক সুড়ঙ্গ পথ ছিল। * এ দুর্গের ভেতরে ‘দিওয়ান-ই-আম’ নামক দরবার হল, তিন গম্বুজবিশিষ্ট একটি মসজিদ ও একটি পুকুর রয়েছে। * বাংলার সুবেদার শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার রয়েছে।

সুতরাং লালবাগের কেল্লা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। আমরা তা পরিদর্শন করে জ্ঞান অর্জন করব।

প্রশ্ন : বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?

উত্তর : বাংলাদেশের পুরোটাই যেন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এক উন্মুক্ত জাদুঘর। বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে ঐতিহাসিক গুরুত্ববহনকারী নানা নিদর্শন। এসব নিদর্শন আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে। আমরা এসব ঐতিহ্যে গৌরববোধ করি। এসব নিদর্শন আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্যকে ধারণ ও লালন করে। তাই এগুলোর প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। আমরা এ স্থান পরিদর্শন করব, জানব ও এদের সঠিক রক্ষণাবেক্ষণ করব। কারণ এগুলো আমাদের অতীত ঐতিহ্যের পরিচয় বহন করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম